বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন সাকিব আল হাসান।কথাটি নিঃসন্দেহে বলা যায়।কারণ বাংলাদেশ ক্রিকেটে যা অর্জন করেছে এর ভেতরে বড় একটি স্থান জুড়ে রয়েছেন সাকিব। অসাধারণ ব্যাটসম্যান আবার স্পিনার হিসেবে নিজেকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে গেছেন সাকিব। দুর্দান্ত ফিটনেস ও পারফরম্যান্স মিলিয়ে বর্তমান ক্রিকেটে সাকিবের তুলনা নেই বললেই চলে।আর এটি এদেশের ক্রিকেটের এক বিশাল স্বীকৃতি।তবে ইংল্যান্ড বিশ্বকাপের পরই সাকিবের ক্যারিয়ারে কালমেঘ জেগে উঠে।কারণ ক্রিকেট জুয়াড়িদের সাথে কথপোকথনের তথ্য গোপনের অভিযোগে আইসিসি সাকিবকে সবধরণের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে। পরবর্তীতে অবশ্য আইসিসি সাকিবের সাজার মেয়াদ কমিয়ে দেয়। সবকিছুর পর সুসংবাদ হলো সাকিবের ক্রিকেটে ফেরার আর কোন বাধা নেই।এখন থেকে সবধরণের ক্রিকেট খেলতে পারবেন এই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের প্রত্যাবর্তনের সাথে তাঁর অসাধারণ ক্রিকেটীয়প্রতিভার সন্ধানে এ লেখা।
তিনফরমেটে বিশ্বসেরার বিরল কীর্তি
ক্রিকেট ইতিহাসের এক বিশেষ রেকর্ডের মালিক সাকিব আল হাসান আর তাহলো ক্রিকেটের তিনফরমেটে বিশ্বসেরা অলরাউন্ডার খেতাব অর্জন করেছেন এই বাঁহাতি অলরাউন্ডার।এবং টেষ্ট ,অডিআই ও টিটুয়েন্টি মিলিয়ে সেরা অলরাউন্ডারের এ স্বীকৃতি বাংলাদেশের ক্রিকেটের জন্য এক বিশাল অর্জন।এক্ষেএে সাকিবের অসাধারণ ব্যাটিং এবং দুর্দান্ত স্পিনের কথা বিশেষভাবে বলতে হয়। সাকিবের বড় গুণ সবধরণের উইকেটে সফলতার এক বিরল কৌশল। সাকিবের সাথে এই সময়ের ইংল্যান্ডের সেরা অলরাউন্ডার বেন স্টোকসের তুলনা করা যায়।বেন স্টোকস ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম রূপকার।বেন স্টোকস তাঁর ক্যারিয়ারে একটি ডাবল সেঞ্চুরিসহ টেষ্টে ১০ সেঞ্চুরির মালিক।টেষ্ট ক্রিকেটে স্টোকস ১৫৮টি উইকেট নিয়েছেন।অডিআই ক্রিকেটে স্টোকস ৩টি সেঞ্চুরি ও ৭০ উইকেটের মালিক। টিটুয়েন্টি তে স্টোকস ৩০৫ রান ও ১৪ উইকেটের রূপকার।এবার সাকিবের ক্যারিয়ার দেখা যাক। সাকিব টেষ্টে একটি ডাবল সেঞ্চুরিসহ ৫টি সেঞ্চুরির মালিক। এছাড়া টেষ্টে ২১০ টি উইকেট নিয়েছেন এই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।অডিআই ক্রিকেটে সাকিব ৯টি সেঞ্চুরির সাথে ২৬০টি উইকেটও নিয়েছেন। টিটুয়েন্টি ক্রিকেটে সাকিব ৯টি ফিফটির সাথে ৯২টি উইকেট নিয়েছেন।
টেষ্টক্রিকেটে ডাবলসেঞ্চুরি ও বিশ্বসেরা অলরাউন্ডার
বলা হয় ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরমেট হচ্ছে টেষ্টক্রিকেট।আর টেষ্টক্রিকেটে যিনি ভালো তিনিই আসল ক্রিকেটার।কারণ টেষ্টক্রিকেটে ভালো করার জন্য ক্রিকেটীয় মেধার বিকল্প নেই।এখানে শটকাট ভালো করার পথ নেই। সাকিব টেষ্ট ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডারের স্বীকৃতি পেয়েছেন যা রীতিমতো অবিশ্বাস্য ঘটনা। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটিও এক বড় অর্জন।এই সময়ের সেরা অলরাউন্ডারদের মধ্যে বেন স্টোকস টেষ্টে ডাবল সেঞ্চুরি করেছেন। বাংলাদেশের আর মাএ দু'জন ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরি রয়েছে।তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম টেষ্টে ডাবল সেঞ্চুরি করেছেন।
ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স
সাকিব আল হাসান ব্যাট হাতে দুর্দান্ত সাফল্য দেখিয়েছেন।এই সময়ের অলরাউন্ডারদের মধ্যে ব্যাট হাতে সাকিবের মত সফলতা খুব কম আছে।টেষ্টে সাকিব ৩হাজারের বেশি রানের মালিক।অডিআই ক্রিকেটে সাকিবের ব্যাটিংরেকর্ডও দুর্দান্ত। অডিআই ক্রিকেটে ব্যাটহাতে ৬হাজারের বেশি রান করেছেন সাকিব।টিটুয়েন্টি ক্রিকেটে দেড় হাজারের বেশি রান করেছেন এই ক্রিকেট লিজেন্ড।
সময়ের সেরা স্পিনার
সাকিবের স্পিনবোলিং এই সময়ের ক্রিকেটের জন্য এক বিশেষ ধাঁধা।তাঁর স্পিনের বিশেষত্ত্ব কুইক ডেলিভারির সাথে ব্যাটসম্যানের দুর্বল জায়গায় বল ফেলার বুদ্ধিমত্তা।এর ফলে সাকিবের বলে ব্যাটসম্যানদের জায়গা বের করতে সমস্যা হয়। এই সময়ের অন্যতম সেরা স্পিনার রবীন্দ্র জাদেজা টেষ্ট,অডিআই ও টিটুয়েন্টি মিলিয়ে ৪৩৯ উইকেটের মালিক।সাকিব ক্রিকেটের তিন ফরমেট মিলিয়ে ৫৬২টি উইকেটের মালিক।বর্তমানে বিশ্বের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তিন ফরমেট মিলিয়ে ৫৬৪ উইকেট নিয়েছেন।তাই সবকিছু মিলিয়ে সাকিবকে সময়ের সেরা স্পিনার বলাই যায়।
লিখেছেন: প্রভাকর চৌধুরী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন