করোনার কারণে এবার আইপিএলে মাঠের দর্শকছড়াই চলছে খেলা।তবে দর্শকরা টিভি ও সোশালমিডিয়ার বদৌলতে ঘরে বসে খেলা দেখছেন।আর মাঠের লড়াইও বেশ ভালো চলছে বলাই যায়।পুরনো কেউকেউ ফর্ম হারিয়েছেন।আবার অনেকেই আগের চেয়েও দুর্দান্ত খেলছেন। নতুনদের অনেকে ভালো করছেন।মহেন্দ্র সিং ধোনি, ব্রাভোর মত পুরনোরা এবার ব্যর্থ।ভুবনেশ্বর কুমারের মত বোলার বাজেফর্ম ও ইনজুরির আঘাতে ছিটকে পড়েছেন।ডেল স্টেইনের মত গতিতারকা এবার প্রায় নিস্ত্রিয়। এদিকে নবদ্বিপ সাইনি ,অর্শদ্বিপ সিংহের মত তরুণরা ভালো করছেন।আইপিএল২০২০ এর কিছু সেরা বোলিং ফিগারের খোঁজে এ লেখা।
আইপিএল২০২০ এর কিছু সেরা বোলিং ফিগার
এবার আইপিএলের বোলিংয়ে বেশকিছু চমক দেখা যাচ্ছে।বহু পুরনো নক্ষএ এবার ব্যর্থ হয়েছেন।ডেল স্টেইন এক্ষেত্রে উল্লেখযোগ্য নাম। নতুনদের অনেকে ভালো করছেন। আসুন দেখে নিই এবার আইপিএলের কিছু চমকপ্রদ বোলিং ফিগার(সূত্র:ক্রিকেটটাইমস ডটকম, আইপিএল টিটুয়েন্টি জোন)।
১।ভরুন চক্রবর্তী আবুধাবিতে দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে মাএ ২০রানে ৫ উইকেট দখল করেন।ভরুণের বোলিং ফিগার ৪-২০-৫।
২।ট্রেন্ট বোল্ট শারজায় চেন্নাইয়ের বিপক্ষে এক অসাধারণ বোলিংয়ের নজির গড়েন।তাঁর বোলিং ফিগার ৪-১৮-৪।
৩।জাসপ্রিট বুমরা আবুধাবিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাএ ৪ওভার বল করে ২০ রানের বিনিময়ে ৪ট উইকেট নেন।
৪।রাবাদা দুবাইয়ে ব্যঙ্গালুরুর বিপক্ষে অসাধারণ বোলিং করেন।তাঁর বোলিং ফিগার ৪-২৪-৪।
৫। দুবাইয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ক্রিস মরিস ২৬রানে ৪উইকেট নেন।
৬। আবুধাবিতে মো.সিরাজ কেকেআরের বিপক্ষে মাএ ৮রান দিয়ে ৩উইকেট দখল করেন।
৭। রশিদ খান দুবাইয়ে পাঞ্জাবের বিপক্ষে ৪ওভার বোলিং করে ১২ রান দিয়ে ৩উইকেট নেন।
৮। আবুধাবিতে রশিদ খান দিল্লি ক্যাপিটেলসের বিপক্ষে ১৪ রানে ৩উইকেট নেন।
৯। হায়দারাবাদের বিপক্ষে আবুধাবিতে লুকি ফার্গুসন ৪ওভারে ১৫রান দিয়ে ৩ উইকেট নেন।
১০। দিল্লি ক্যাপিটেলসের বিপক্ষে দুবাইয়ে মোঃ শামি ৪ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে ৩টি উইকেট নেন।
লিখেছেন: প্রভাকর চৌধুরী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন