আইপিএল২০২০ বেশ জমে উঠেছে। উইকেট বিচিত্র আচরণ করছে।কখনো ব্যাটসম্যান এডভান্টেজ পাচ্ছেন কখনো বোলাররা ভালো করছেন।তবে এই আইপিএলে মোটামুটি ব্যাটসম্যান-বোলার সবারই স্ট্রাগুল করতে হচ্ছে।ইতিমধ্যে আইপিএলে সবদলই কমপক্ষে ৯টি ম্যাচ খেলে ফেলেছে।এর ভিতরে বহু বড় ব্যাটসম্যান/বোলার ব্যর্থ হয়েছেন অনেকে আবার প্রত্যাশার চেয়ে ভালো করছেন।ধোনি,আন্দ্রে রাসেল,ম্যাক্সওয়েলের মত ব্যাটসম্যান এবার প্রায় নিস্ত্রিয় ।আবার ডুপ্লেসিস,আগারওয়াল প্রত্যাশার চেয়েও সফলতা পাচ্ছেন।বিরাট কোহলি প্রথমদিকে প্রায় ব্যর্থ হন তবে যতই সময় যাচ্ছে তত তিনি নিজের আসল রূপে বেরিয়ে আসছেন। কেএল রাউল অসাধারণ ব্যাটিং করছেন। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটিংয়ে দারুণভাবে নিজেকে মেলে ধরছেন রাউল।ক্রিস গেইলকে প্রথমদিকে নামানো হয়নি। তবে মাঠে নামার সুযোগ পেয়েই নিজের নামের প্রতি সুবিচার করছেন গেইল । এবারের আইপিএলে সবচেয়ে লক্ষ্যণীয় বিষয় উইকেটের আচরণ।উইকেট দ্রুতগতির পেসারদের বেশি সাহায্য করছে বলেই মনে হচ্ছে। আর এক্ষেত্রে শিকর ধাওয়ান,ডুপ্লেসিসের মত যারা ক্লাস ও টেকনিক দিয়ে খেলেন তারা ভালো করছেন।ধাওয়ান ব্যাকটুব্যাক সেঞ্চুরি করেছেন।ডুপ্লেসিস চেন্নাইকে দারুণ সাপোর্ট দিচ্ছেন।কেএল রাউল ভালো করছেন।শ্রেয়ার আয়ার ভালো করছেন।বিরাট কোহলি দেরিতে হলেও ফর্মে ফিরেছেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন