WHAT'S NEW?
Loading...

এই সময়ের চার ব্যাটিং লিজেন্ড

                                                              


                                                          

ক্রিকেট প্রায়  সবকালেই কিছু অসাধারণ ব্যাটসম্যান দেখেছে। এবং এসব ব্যাটসম্যান ক্রিকেটকে করেছেন মহীমান্বিত। সবচেয়ে বড় বিষয় হলো এরা নিজেদের দিনে খেলাটিকে 'ওয়ান ম্যান গেম'এ পরিণত করতে সক্ষম । তবে ক্রিকেটের ইতিহাসে এরকম ব্যাটসম্যান খুব বেশি নেই।এবং এরূপ ব্যাটসম্যান কদাচিৎ দেখা যায়। ক্রিকেটের ইতিহাসে ব্যাটসম্যান হিসেবে যারা এরূপ অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সাঈদ আনোয়ার,জ্যাক ক্যালিস,রিকি পন্টিং,কুমার সাঙ্গাকারা।এরা প্রত্যেকে ক্রিকেটব্যাটিংয়ের ইতিহাসে লিজেন্ড হিসেবেই পরিচিত।তবে হাল আমলের ক্রিকেটেও কিছু ব্যাটসম্যান নিজেদের ক্রিকেটীয় মেধার চূড়ান্ত প্রকাশ ঘটাতে সক্ষম হয়েছেন।এই সময়ের এমনই  চার ব্যাটিং লিজেন্ড  ডেভিড ওয়ার্নার,বিরাট কোহলি,স্টিভ স্মিথ এবং এবি ডিভিলিয়ার্স।আর এই চার ব্যাটিং লিজেন্ডকে নিয়েই এ লেখা।

বিরাট কোহলি; টেকনিক যার মূল সৌন্দর্য

টেকনিকের দিকথেকে শচীনপরবর্তী এশিয়ার ক্রিকেটে সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। কোহলির বড়শক্তি তাঁর দুর্দান্ত টেকনিক।এবং টেকনিকের জোরে কোহলি ভালো বলকে বিগশটে পরিণত করার ক্ষমতা রাখেন।এটি নিঃসন্দেহে এক অসাধারণ গুণ।বিরাট কোহলির ব্যাটিংয়ের আরো যে বিষয়টি লক্ষণীয় তাহলো দুর্দান্ত টাইমিং। খেয়াল করলে দেখা যাবে কোহলির টাইমিং যেকোন বোলারের জন্য এক ভাবনার বিষয়।কারণ তাঁর টাইমিং এতো উন্নত যে যেকোন বলকে তিনি সহজে বানিয়ে নিতে পারেন।এটি শুধু কোহলির মত কিছু হাতেগোনা  ব্যাটসম‌্যানের পক্ষেই সম্ভব।টেকনিক এবং টাইমিংয়ের জোরে তিনি প্রচুর গ্যাপশট খেলতে পারেন যা তাঁর শক্তির এক বিশেষ জায়গা।খেয়াল করলে দেখা যাবে বিখ্যাত সব ব্যাটসম্যান গ্যাপশট খেলায় পারঙ্গম এক্ষেত্রেও বিরাট কোহলি এগিয়ে।বিরাট কোহলি অসাধারণ ক্রিকেটীয় রেকর্ডেরও অধিকারী।তিনি টেষ্ট ক্রিকেটে ২৭ সেঞ্চুরি ও ৭ ডাবল সেঞ্চুরির মালিক।এছাড়া অডিআই ক্রিকেটে রয়েছে ৪৩ সেঞ্চুরি।


ডেভিড ওয়ার্নার;বেসিক ও টেকনিকের অপূর্ব মিশেল

অষ্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।দারুণ বেসিক এবং টেকনিকের জন্য বিখ্যাত এই অজি ওপেনার।এই সময়ের ক্রিকেটের এক সত্যিকারের লিজেন্ড ওয়ার্নার। ওয়ার্নার উইকেটে সেট হয়ে গেলে যেকোন ভালো বোলারই সমস্যায় পড়তে পারেন।আর এজন্য ওয়ার্নারের কিছু গুণের কথা বলতেই হয়।বিশেষত টাইমিং ও বেসিকের সমন্বয়ে উইকেটের চারপাশে শট খেলায় খুই পারঙ্গম এই অজি লিজেন্ড।প্রায় সবধরণের শট খেলায় সমান সক্ষমতা আছে ওয়ার্নারের। ওয়ার্নারের টাইমিং ও বেসিক এতো স্ট্রং যে যেকোন উইকেটে তিনি রান করতে সক্ষম।দ্রুত রান তোলার ক্ষেত্রেও ওয়ার্নার দারুণ সফল। রানিং বিটুইন দ্য উইকেটেও দারুণ সফল এই ব্যাটিং লিজেন্ড।  ওয়ার্নারের ব্যাটিংয়ের বিশেষত্ব হচ্ছে তিনি স্ট্রোকপ্লের সাথে গ্যাপশট খেলায়ও সমান পারঙ্গম। ক্যারিয়ারে ২৪ টি টেষ্ট সেঞ্চুরি আছে। টেষ্টে তাঁর ২টিডাবল সেঞ্চুরি এবং ১টি ট্রিপল সেঞ্চুরিও রয়েছে। তাঁর ক্যারিয়ারে ১৮ অডিআই সেঞ্চুরি রয়েছে।


স্টিভ স্মিথ; আত্মবিশ্বাসী ব্যাটসম্যান

স্টিভ স্মিথ বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ।স্টাইল,টেকনিক ও টাইমিং মিলে দারুণ এক ব্যাটসম্যান স্মিথ।স্মিথের বড় শক্তি ব্যাটিং স্টাইল। স্টাইলিশ এই ব্যাটসম্যান সহজে উইকেটে সেট হতে পারেন।এক্ষেএে তাঁর বড় গুণ আত্মবিশ্বাসী ব্যাটিং স্টাইল।স্মিথকে বল করা যেকোন বোলারের জন্যই চ্যালেঞ্জিং।সব ধরণের শট খেলায় দক্ষ এই অজি গ্ৰেট। উপরন্তু অসাধারণ টেকনিক তাঁর এক বড় শক্তি।দ্রুত রানরেট বাড়াতেও তাঁর দক্ষতা রয়েছে।স্মিথের যেগুণটির কথা বলতেই হয় সেটি হলো তাঁর বডি ল্যাঙ্গুয়েজ। অসাধারণ বডি ল্যাঙ্গুয়েজের জন্য তিনি সহজেই ব্যাটিংয়ে আধিপত্য বিস্তার করতে পারেন।স্মিথের ক্যারিয়ারে ২৬টি টেষ্ট সেঞ্চুরি রয়েছে।টেষ্টে ৩টি ডাবল সেঞ্চুরির রূপকার এই অজি লিজেন্ড।অডিআই ক্রিকেটে স্মিথের ৯টি সেঞ্চুরি আছে।


এবি ডিভিলিয়ার্স; টাইমিং ও টেকনিকে অনন্য

এই সময়ের ক্রিকেট নিয়ে কথা বললে এবি ডিভিলিয়ার্সের নামটি আসবেই।টেকনিক ও টাইমিংয়ের সমন্বয়ে অসাধারণ ব্যাটসম্যান এবি।রয়েছে সহজে উইকেটে সেট হওয়ার অসাধারণ ক্ষমতা। এবং এবি  উইকেটের চারপাশে শট খেলতে পারেন।রয়েছে সহজাত স্ট্রোকপ্লের দারুণ দক্ষতা।এবি ইনোভেটিভ শটের জন্য বিখ্যাত।দ্রুত রান বাড়াতে এবির তুলনা নেই।এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এবি ডিভিলিয়ার্স উইকেটে সেট হয়ে গেলে প্রচুর শট খেলতে সক্ষম।ভালো বলকে বিগশটে পরিণত করার ক্ষমতা রয়েছে এই ব্যাটিং লিজেন্ডের।এবি ডিভিলিয়ার্স ২২টি টেষ্ট সেঞ্চুরির মালিক।টেষ্টে তাঁর ২টি ডাবল সেঞ্চুরি রয়েছে।অডিআই ক্রিকেটে এবি ২৫সেঞ্চুরির রূপকার।

লিখেছেন: প্রভাকর চৌধুরী