অবশেষে বাতিল হয়ে গেল এবারের বিপিএল(সূএ:যুগান্তর)।রবিবার বিসিবি সভাপতি জানিয়ে দেন এবারের বিপিএল হচ্ছেনা।মূলত এবারের বিপিএল বাতিলের কারণ হিসেবে করোনা ভাইরাসের কথাই বলা হয়।কারণ বিপিএলে বিদেশি প্লেয়ারদের আসতে হয়।এখন করোনার কারণে অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার আসতে চাইবে না। এছাড়া বিদেশি মিডিয়াকর্মী,টিভি ব্রডকাষ্টকর্মীরা সমস্যায় পড়বে।এসব বিষয় বিবেচনায় নিয়ে আপাতত করোনা পরিস্থিতির উন্নতি নাহলে বিপিএল হচ্ছেনা বলে জানিয়ে দেয়া হয়।
উল্লেখ্য বিশ্বের বিভিন্ন দেশে কিছু কিছু ক্রিকেট শুরু হয়েছে।তবে সেখানেও দর্শকদের সরাসরি খেলা দেখার সুযোগ নেই।বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটলিগ আইপিএল এবার ভারতের মাঠে হচ্ছেনা।এবারের আইপিএল ব্যাপক জৈব সুরক্ষাবলয়ের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে।এবং এবারের আইপিএলে দর্শকদের সরাসরি খেলা দেখার সুযোগ নেই।
বিপিএলের চ্যাম্পিয়নদের তালিকা
২০১২ - ঢাকা গ্ল্যাডিয়েটর্স
২০১৩ - ঢাকা গ্ল্যাডিয়েটর্স
২০১৫ - কুমিল্লা ভিক্টোরিয়ানস
২০১৬ - ঢাকা ডায়নামাইর্টস
২০১৭ - রংপুর রাইডার্স
২০১৯ - কুমিল্লা ভিক্টোরিয়ানস
লিখেছেন:প্রভাকর চৌধুরী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন