WHAT'S NEW?
Loading...

আইপিএল তারকাদের খবর

                                                             



আইপিএল২০২০ এর চূড়ান্ত লড়াই চলছে।করোনার জন্য মাঠে দর্শকদের সরাসরি খেলা দেখার সুযোগ নেই।তবু আইপিএলে তারকারা দ্যুতি ছড়াচ্ছেন ।কেউ কেউ ব্যর্থ হচ্ছেন।আবার গেইলের মত তারকা এখনো মাঠে নামেননি।ডেল স্টেইন ,রাসেলের মত প্লেয়ার কিছুটা নিষ্প্রভ।আসুন দেখে নেই এবারের আইপিএলে তারকারা কেমন খেলছেন(সূএ:নিউজ18)।

বিরাট কোহলি

প্রথমদিকে কিছুটা নিষ্কিয় দেখালেও সময় যত গড়াচ্ছে ততই নিজের পুরনো ফর্ম ফিরে পাচ্ছেন বিরাট কোহলি।শেষ দুই ম্যাচে দারুণ ব্যাটিং করে দলকে জিতিয়েছেন।২২৩ রান করে কোহলি এবারের আইপিএলে বেশ ভালো অবস্থানে রয়েছেন।

ডেভিড ওয়ার্নার

অষ্ট্রেলিয়ার ড্যাসিং ওপেনার এবার আইপিএলে কৌশলী অধিনায়কত্বের পাশাপাশি দারুণ ব্যাটিং করছেন।ওয়ার্নার ইতিমধ্যে ২২৭ রান করেছেন।

কে এল রাউল

কেএল রাউল এবার স্বভাবসুলভ ভঙ্গিতে হাতখোলে খেলছেন।সাফল্যও পাচ্ছেন।এবারের আইপিএলে এখন পর্যন্ত ৩৮৭ রান করে সবার উপরে রয়েছেন।

ফাফ ডুপ্লেসিস

চেন্নাইয়ের টানা হারের মধ্যে ব্যতিক্রম শুধু ফাফ ডুপ্লেসিস।স্বভাবসুলভ ভঙ্গিতে উইকেটে সেট হয়ে হাত খোলে খেলছেন এই দক্ষিণ আফ্রিকান তারকা।ডুপ্লেসিস ইতিমধ্যে ৩০৭ রান সংগ্ৰহ করেছেন।

এবি ডিভিলিয়ার্স

এবি ডিভিলিয়ার্স এখনো পুরোপুরি জ্বলে উঠতে পারেননি।তিনি করেছেন ১৫৫ রান।

রোহিত শর্মা

রোহিত শর্মা মোটামুটি ভালোই খেলছেন।তবে এখনো পুরোপুরি জ্বলে উঠতে পারেননি।রোহিত ইতিমধ্যে ২১১ রান করেছেন।

স্টিভ স্মিথ

অষ্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ এবারের আইপিএলে মোটামুটি ভালোই খেলছেন।তবে ধারাবাহিক নন।স্মিথ ৬ম্যাচ খেলে ১৫৭ রান সংগ্ৰহ করেছেন।

জোফরা আরচার

আইপিএলে এবার গতির ঝড় তুলছেন জোফরা আরচার।এবং শেষদিকে ব্যাটিংয়ে নেমে দলকে ভালো সাপোর্ট দিচ্ছেন।আরচার ইতিমধ্যে ৮উইকেট সংগ্ৰহ করেছেন।এছাড়া ৮৮ টি রানও করেছেন।

রাবাদা

রাবাদা এবারের আইপিএলে দুর্দান্ত বোলিং করছেন।এখনো বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট তাঁর দখলে।রাবাদা ইতিমধ্যে ১৫টি উইকেট সংগ্ৰহ করেছেন।

মো:সামি

এই আইপিএলে ভারতের পেসতারকা মো:সামি দারুণ বোলিং করছেন।ইতিমধ্যে ১০উইকেট নিয়ে বোলারদের শীর্ষ দশে রয়েছেন।

রশিদ খান

বেশ ভালো বোলিং করছেন তারকা লেগস্পিনার রশিদ খান।এবার আইপিএলে নিজের স্পিনজাদুর সাথে বুদ্ধিমওার সর্বোচ্চ প্রয়োগ ঘটাতে চাচ্ছেন রশিদ।ইতিমধ্যে ৮উইকেট নিয়ে বোলারদের শীর্ষ দশে রয়েছেন রশিদ খান।

পেট কামিন্স

সর্বোচ্চ দামে বিক্রিত পেট কামিন্স এখনো নামের প্রতি সুবিচার করতে পারেননি।তার উইকেট সংখ্যা ২।

আন্দ্রে রাসেল

দীর্ঘদেহী অলরাউন্ডার আন্দ্রে রাসেল এখনো নিজের স্বরূপে ফিরতে পারেননি।রাসেল এখনপর্যন্ত ৫৫রান ও ৫ টি উইকেট নিয়েছেন।

রবীন্দ্র জাদেজা

তারকা অলরাউন্ডার জাদেজা এখনো নামের প্রতি পূর্ণ সুবিচার করতে পারেননি।৭ম্যাচ খেলে জাদেজা ১০১ রান করেছেন।উইকেট নিয়েছেন ৩টি।


শেলডন কটরেল

তারকা পেসার শেলডন কটরেল এখনো পুরোপুরি জ্বলে উঠতে পারেননি।প্রথমদিকে দারুণ বোলিং করলেও তিনি ধারাবাহিক নন।কটরেল ৬উইকেট নিয়েছেন।


সুনীল নারাইন

প্রথমদিকে এলোমেলো মনে হলেও ধীরে ধীরে বোলিংয়ে ভালো করছেন নারাইন।ইতিমধ্যে ৫টি উইকেট তিনি সংগ্ৰহ করেছেন।তবে ব্যাটিংয়ে নারাইন এখনো ব্যর্থতার বৃওেই রয়েছেন।


ব্যর্থ তারকাদের কথা

এবারের আইপিএলে এখনো ব্যর্থতার বৃওে আটকে আছেন বেশকজন তারকা ।এক্ষেএে ম্যাক্সওয়েল , এম এস ধোনি,ডেল স্টেইন,ডোয়াইন ব্রাভোর কথা বলা যায়।ধোনি তার দলের সাথে নিজেও ব্যর্থ হচ্ছেন।স্টেইনকে আনফিট মনে হচ্ছে।ব্রাভোও নিজের সেরা ছন্দ খোজে পাচ্ছেননা।ম্যাক্সওয়েল এবারের আইপিএলে এখনো ফ্লপ।ম্যাক্সওয়েল ৭ ম্যাচ খেলে মাএ ৫৮ রান করেছেন।

 এখনো মাঠে নামেননি গেইল

এখনো মাঠে নামেননি ক্রিস গেইল।আইপিএল দর্শকদের জন্য দুঃসংবাদ হলো তিনি(গেইল)পেটের পীড়ায় ভোগছেন।

লিখেছেন:প্রভাকর চৌধুরী