শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হয়ে গেছে।তবু ক্রিকেটাররা ক্যাম্পে রয়েছেন।আর এক্ষেএে ক্রিকেটারদের ফিটনেস ও পারফরমেন্স দেখার জন্য দারুণ টুনামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি।আর টুনামেন্টের নাম দেয়া হয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ।তিনটি দল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।তিন দলে অধিনায়ক থাকবেন তামিম ইকবাল,নাজমুল হাসান শান্ত ও মাহমুদুল্লাহ রিয়াদ।টুনামেন্টের সবগুলো ম্যাচ হবে ডেনাইট।বিসিবি প্রেসিডেন্টস কাপে শুধু ওয়ানডে খেলা হবে।এই টুনামেন্টের জন্য ইতিমধ্যে ১৫জন করে ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়েছে।প্রতি ম্যাচে থাকবে রিজার্ভ ডে।বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩অক্টোবর।বিসিবি প্রেসিডেন্টস কাপের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বিসিবি প্রেসিডেন্টস কাপ মূলকোচ ডমিঙ্গোর জন্য নতুন ও পুরনো ক্রিকেটারদের ফিটনেস ও পারফরমেন্স দেখার এক দারুণ সুযোগ ।করোনার বিরতিতে ক্ষতিগ্ৰস্ত ক্রিকেটের জন্য এটি এক বিশাল সুখবর বলা যায়।
ম্যাচসূচি
১১ অক্টোবর - মাহমুদুল্লাহ একাদশ বনাম নাজমুল একাদশ
১৩অক্টোবর - তামিম একাদশ বনাম মাহমুদুল্লাহ একাদশ
১৫অক্টোবর- নাজমুল একাদশ বনাম তামিম একাদশ
১৭অক্টোবর- নাজমুল একাদশ বনাম মাহমুদুল্লাহ একাদশ
১৯অক্টোবর- তামিম একাদশ বনাম মাহমুদুল্লাহ একাদশ
২১অক্টোবর- নাজমুল একাদশ বনাম তামিম একাদশ
২৩অক্টোবর- ফাইনাল
লিখেছেন:প্রভাকর চৌধুরী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন