অ্যানালিটিক্স কোম্পানী ওমডিয়া ২০২০ সালে বিশ্বে সর্বাধিক বিক্রিত ১০ স্মার্টফোনের নাম প্রকাশ করেছে।এবছর বিশ্বজুড়ে এ স্মার্টফোনগুলোর চাহিদা ছিল সর্বাধিক।অর্থাৎ গ্ৰাহকদের পছন্দের শীর্ষে ছিল এ স্মার্টফোনগুলো।বছরের সর্বাধিক বিক্রি হওয়া ১০ স্মার্টফোন নিয়ে এ লেখা।
অ্যাপল আইফোন১১
এ বছর বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে অ্যাপলের আইফোন১১ স্মার্টফোনটি।এ ফোনটির ৩.৭৭ কোটি পিস বিক্রি হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ ৫১
এ বছর জনপ্রিয় মোবাইল নির্মাতা স্যামসাংয়ের গ্যালাক্সি এ৫১ ফোনটি বিক্রির দিক থেকে শীর্ষ দশে ছিল।এটি বিক্রি হয়েছে মোট ১.১৪কোটি পিস।
শাওমি রেডমি নোট৮
২০২০ সালে বিশ্বজুড়ে ব্যাপক চাহিদা ছিল শাওমির রেডমি নোট৮ ফোনটির।ফোনটির ১.১০কোটি পিস বিক্রি হয়েছে।
শাওমি রেডমি নোট৮প্রো
এই বছর শাওমির রেডমি নোট৮প্রো ফোনটি ছিল বিক্রির দিক থেকে শীর্ষ দশে।
অ্যাপল আইফোন এসই
অ্যাপল আইফোন এসই এবার বিক্রির দিক থেকে ভালো অবস্থানে(শীর্ষ দশে) ছিল।
অ্যাপল আইফোন ১০আর
এ বছর বিশ্বজুড়ে সর্বাধিক বিক্রি হওয়া দশ ফোনের তালিকায় রয়েছে অ্যাপলের আইফোন১০ আর।
অ্যাপল আইফোন১১ প্রো ম্যাক্স
অ্যাপল আইফোন১১ প্রো ম্যাক্স ফোনটির চাহিদা ছিল ব্যাপক।বিক্রির দিক থেকে শীর্ষ দশে রয়েছে ফোনটি।
শাওমি রেডমি৮এ
২০২০ সালে বিশ্বজুড়ে ব্যাপক বিক্রি হয়েছে শাওমির রেডমি৮ ফোনটি।এটিও বিক্রির হিসেবে শীর্ষদশে ছিল।
শাওমি রেডমি৮
স্মার্টফোনের বাজারে এ বছর বেশ ভালো বিক্রি হয়েছে শাওমি রেডমি৮ ফোনটি।বিক্রির ক্ষেএে ফোনটি শীর্ষ দশে ছিল।
অ্যাপল আইফোন১১ প্রো
এ বছর বিশ্বজুড়ে সর্বাধিক বিক্রি হওয়া দশ ফোনের তালিকায় ছিল অ্যাপল আইফোন১১ প্রো।
লিখেছেন:প্রভাকর চৌধুরী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন