শেষপর্যন্ত হচ্ছে জনপ্রিয় ফাঞ্চাইজি টিটুয়েন্টি লিগ আইপিএল।আর এবারের আইপিএল সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই হবে।আইপিএলে এবার কোন তারকা কোন দলে খেলবেন আসুন জেনে নিই।
মুম্বাই ইন্ডিয়ানস
তারকাদের মধ্যে মুম্বাই ইন্ডিয়ানসে খেলবেন রোহিত শর্মা(অধিনায়ক),হার্দিক পান্ডিয়া,বুমরাহ,পোলার্ড,কুইন্টন ডি কক,ট্রেন্ট বোল্ট।
চেন্নাই সুপারকিংস
এম এস ধোনি(অধিনায়ক),রবীন্দ্র জাদেজা,ওয়াটসন,ইমরান তাহির,ডু প্লেসিস,ডোয়াইন ব্রাভো,এনগিদি এবার খেলবেন চেন্নাই সুপারকিংসে।
কলকাতা নাইটরাইডার্স
কলকাতা নাইটরাইডার্সে এবার বেশকজন তারকাকে দেখা যাবে এর মধ্যে থাকবেন আন্দ্রে রাসেল,লোকি ফারগুসন,দিনেশ কার্তিক(অধিনায়ক),নারাইন,কামিন্স,মরগান ।
দিল্লি ক্যাপিটালস
তারকাদের মধ্যে দিল্লি ক্যাপিটালসে দেখা যাবে শিকর ধাওয়ান,ঋষভ পন্ত,ইশান্ত শর্মা,রাহানে,শ্রেয়াস আয়ার(অধিনায়ক),জেসন রয়,রাবাদা,ক্রিস ওকস,শিমরণ হেটমায়ারকে।
রাজস্থান রয়ালস
আইপিএল২০২০ এ বেশকিছু তারকা থাকবেন রাজস্থান রয়ালসে এদের মধ্যে স্টিভ স্মিথ(অধিনায়ক),ডেভিড মিলার,বেন স্টোকস,জস বাটলার,জোফরা আর্সার উল্লেখযোগ্য।
কিংস ইলিভেন পাঞ্জাব
কিংস ইলিভেন পাঞ্জাবে তারকাদের মধ্যে থাকবেন কে এল রাহুল(অধিনায়ক),মো.শামি,গেইল,ম্যাক্সওয়েল,জিমি নিশাম,পুরাণ,কটরেল।
রয়াল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর
রয়াল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোরে খেলবেন বেশকিছু তারকা এদের মধ্যে বিরাট কোহলি(অধিনায়ক),চাহাল,ডিভিলিয়ার্স,ফিন্স,স্টেইন,মইন আলি উল্লেখযোগ্য।
সানরাইজার্স হায়দারাবাদ
তারকাদের মধ্যে সানরাইজার্স হারদারাবাদে খেলবেন ভুবনেশ্বর কুমার,জনি বেয়ারষ্ট,ওয়ার্নার(অধিনায়ক),কেন উইলিয়ামস,নবি,রশিদ খান।
লিখেছেন:প্রভাকর চৌধুরী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন