অষ্ট্রেলিয়ার সাবেক গ্ৰেট ব্যাটসম্যান ও জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার ডিন জোন্স মৃত্যুবরণ করেছেন।গতকাল ভারতের মুম্বাইয়ে হ্নদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই অজি গ্ৰেট ।তিনি স্টার ইন্ডিয়ার হয়ে আইপিএলে ধারাভাষ্য দিচ্ছিলেন।
জোন্স ১৯৮৪ থেকে ১৯৯৪ পর্যন্ত অষ্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।জোন্স মোট ৫২টি টেষ্ট ও ১৬৪টি অডিআই খেলেছেন।টেষ্টে জোন্স মোট ৩,৬৩১ রান করেন।অডিআই ক্রিকেটে জোন্স মোট ৬হাজার রান করেন।ডিন জোন্সের ১১টি টেষ্ট সেঞ্চুরি রয়েছে।এছাড়া অডিআই ক্রিকেটে জোন্সের ৭টি সেঞ্চুরি আছে।
ক্রিকেট থেকে অবসরের পর জোন্স কোচিং ও ধারাভাষ্যে জড়িত ছিলেন।ডিন জোন্স অষ্ট্রেলিয়ার ৮৭বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।
লিখেছেন:প্রভাকর চৌধুরী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন