ইন্ডিয়ার অলরাউন্ডার সুরেশ রায়না আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশদিন হয়ে গেছে।তবে বিভিন্ন টিটুয়েন্টি লীগে তাকে এখনো দেখা যায়।এবারের আইপিএলেও তাঁর খেলার কথা ছিল।শেষপর্যন্ত এবারের আইপিএল থেকে তিনি সরে যান।
সুরেশ রায়না আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও ক্রিকেটের উন্নয়নে কাজ করছেন।সম্প্রতি রায়না জম্মু-কাশ্মিরে পাচঁটি স্কুল ও পাচঁটি ক্রিকেট একাডেমি নির্মানের ঘোষণা দিয়েছেন।এবং ইতিমধ্যে ইন্ডিয়ার সাবেক এই গ্ৰেট অলরাউন্ডার জম্মু-কাশ্মিরের প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।রায়না সম্প্রতি তাঁর জম্মু-কাশ্মির ভ্রমণের কিছু ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন।সূএ:বিডিক্রিকটাইম ডটকম।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন