WHAT'S NEW?
Loading...

ম্যাক্সওয়েলের নতুন অডিআই রেকর্ড

                                                             


 অষ্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল অডিআই ক্রিকেটে এক নতুন রেকর্ড গড়েছেন।অডিআই ক্রিকেটে দ্রুততম(বলের হিসেবে) ৩ হাজার রান করার রেকর্ড গড়েছেন এ দীর্ঘদেহী অসি ব্যাটসম্যান।অডিআই ক্রিকেটে  মাএ  ২হাজার ৪৪০ বল খেলে ৩হাজার রান পূর্ণ  করলেন ম্যাক্সওয়েল।ইতিপূর্বে একদিনের আন্তর্জাতিক  ক্রিকেটে এতো কম বল খেলে ৩হাজার রান কেউ করতে পারেননি।ইংল্যান্ডের জস বাটলার এর আগে এই বিরল রেকর্ডের অধিকারী ছিলেন।বাটলার অডিআই ক্রিকেটে ২হাজার ৫৩২ বল খেলে ৩ হাজার রান পূর্ণ করেন।

অডিআই ক্রিকেটের ইতিহাসে মাএ ১৫৭ জন ব্যাটসম্যান তিন হাজার রান করার কৃতিত্ব দেখান।

অডিআই ক্রিকেটে দ্রুততম(কম বলে) ৩ হাজার রানকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান


১.গ্লেন ম্যাক্সওয়েল
২৪৪০বলে ৩ হাজার রান ।
২.জস বাটলার
২৫৩২ বলে ৩হাজার রান।
৩.জেসন রয়
২৮২৪ বলে ৩হাজার রান।
৪.জনি বেয়ারষ্টো
২৮৪২ বলে ৩হাজার রান।
৫.কপিল দেব
২৯৫৭ বলে ৩ হাজার রান।
লিখেছেন:প্রভাকর চৌধুরী