আজ সিপিএল(ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) ২০২০ এর ফাইনাল ।ফাইনালে লড়বে ত্রিনবাগো নাইট রাইডার্স ও সেন্ট লুসিয়া জুকস।আজ বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সেন্ট লুসিয়া জুকসের হয়ে মাঠে নামবেন ডারেন সামি,রাইলি রুশো,মো.নবি,কেসরিক উইলিয়ামস,আন্দ্রে ফ্লেচারের মত তারকা প্লেয়ার।অপরদিকে ত্রিনবাগো নাইট রাইডার্সের পক্ষে লড়বেন বেশকিছু তারকা যাদের মধ্যে উল্লেখযোগ্য ডোয়াইন ব্রাভো,পোলার্ড,নারাইন,ডারেন ব্রাভো,লেন্ডল সিমন্স।উল্লেখ্য সিপিএল ২০১৯ এ চ্যাম্পিয়ন হয়েছিল সাকিব আল হাসানের বার্বাডোস ট্রাইডেন্টস।
সিপিএলের চ্যাম্পিয়নদের পরিসংখ্যান
সিপিএলের চ্যাম্পিয়নদের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
সিপিএল ১৩ এর চ্যাম্পিয়ন জামাইকা তালাওয়াশ।
সিপিএল ১৪ এর চ্যাম্পিয়ন বার্বাডোস ট্রাইডেন্টস।
সিপিএল ১৫ এর চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স।
সিপিএল ১৬ এর চ্যাম্পিয়ন জামাইকা তালাওয়াশ।
সিপিএল ১৭ এর চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স।
সিপিএল ১৮ এর চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স।
সিপিএল ১৯ এর চ্যাম্পিয়ন বার্বাডোস ট্রাইডেন্টস।
লিখেছেন:প্রভাকর চৌধুরী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন