মালিঙ্গাভক্তদের জন্য একটি দুঃসংবাদ আছে আর তাহলো এবারের আইপিএলে খেলছেন না লাসিথ মালিঙ্গা(সূএ:স্পোটর্সউইকি)।ব্যক্তিগত কারণ দেখিয়ে এবারের আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এ লঙ্কান স্পিডস্টার। আইপিএল২০০৯ থেকে আইপিএল২০২০ পর্যন্ত মালিঙ্গা মুম্বাই ইন্ডিয়ানসের হয়েই আইপিএলে চুক্তিবদ্ধ হয়েছেন।মালিঙ্গার অনুপস্থিতি নিঃসন্দেহে আইপিএলের দর্শকদের জন্য এক বড় ধাক্কা।তবে হতাশ হবার কারণ নেই মুম্বাই ইন্ডিয়ানসের দর্শকদের ।মুম্বাই ইন্ডিয়ানস এরই মধ্যে মালিঙ্গার স্থানে অষ্ট্রেলিয়ার স্পিডস্টার জেমস প্যাটিসনকে দলভুক্ত করেছে।
এবার আইপিএল দর্শকদের মালিঙ্গাবিহীন আইপিএল দেখতে হবে।পেসের সাথে দারুণ সব ইয়র্কার দিয়ে ব্যাটসম্যানদের বোকা বানানোর মালিঙ্গাস্টাইল এবার দেখা যাবে না।মালিঙ্গার স্থলাভিষিক্ত জেমস প্যাটিসনও খুবই ভালো বোলার।নিশ্চয় প্যাটিসনও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ভালো করবেন কারণ তাঁর সে যোগ্যতা রয়েছে।
লিখেছেন:প্রভাকর চৌধুরী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন