ইংলিশ ফাষ্টবোলার জেমস এন্ডারসন টেষ্ট ক্রিকেটে দারুণ এক রেকর্ড গড়েছেন।সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটন টেষ্টে এন্ডারসন প্রথম ফাষ্টবোলার হিসেবে টেষ্টে ৬০০ উইকেট লাভ করেন(সূএ:দৈনিক যুগান্তর)।ফাষ্টবোলারদের জন্য ক্রিকেট যখন কঠিন হয়ে উঠছে তখন এন্ডারসনের এ কৃতিত্ব সত্যিই অসাধারণ। বিশ্বের অন্যতম সেরা সুয়িং বোলার বলা হয় তাকে।এবং ৬০০ উইকেট লাভের পর এন্ডারসন টেষ্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ বোলার হিসেবে মুরালিধরন,ওয়ার্ন ও কুম্বলের পাশে নিজেকে স্থাপন করলেন।
জেমস এন্ডারসন সুয়িংয়ের জন্য বিখ্যাত।সেই সাথে গতি ও ভ্যারিয়েশন তাঁর বোলিংকে করে তুলেছে ইউনিক।সবচেয়ে মজার ব্যাপার হল ৩৮বছর বয়সে একজন ফাষ্টবোলারের এমন কৃতিত্ব সত্যিই আলোচনার দাবি রাখে।জেমস এন্ডারসনের বয়স এখন ৩৮বছর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন