WHAT'S NEW?
Loading...

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস

                                                                


আজ বাংলা সাহিত্যের অনন্য দিকপাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস।priyocricket.com এর পক্ষ থেকে কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

নজরুল জীবনের আলোচিত ঘটনাবলি

কাজী নজরুল ইসলাম ১১ই জৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ(২৪মে ১৮৯৯সাল) এ জন্মগ্ৰহন করেন।

কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন ১২ ভাদ্র,১৩৮৩ বঙ্গাব্দ(২৯আগষ্ট,১৯৭৬ সাল)।

নজরুলের জন্মস্থান বর্ধমান।

আনন্দময়ীর আগমনে কবিতার জন্য কবিকে কারাবরণ করতে হয়।

১৯২৬ সালে নজরুল ঢাকায় আসেন।

১৯৭৪ সালে নজরুলকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেয়া হয়।

কবির প্রথম প্রকাশিত কাব্যগ্ৰন্থ অগ্নিবীণা।

কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা।