WHAT'S NEW?
Loading...

করোনা নেগেটিভ গেইল,আইপিএলের জন্য প্রস্তুত

গেইলভক্তদের জন্য একটি দারুণ খবর আছে।আইপিএল ২০২০ শুরুর আগে বাধ্যতামূলক করোনা টেষ্টে নেগেটিভ সার্টিফিকেট পেয়েছেন ওয়েষ্ঠ ইন্ডিজের দীর্ঘদেহী ওপেনার ক্রিস গেইল(সূএ:ইএসপিএন ক্রিকইনফো)।এর আগে বন্ধু উসাইন বোল্টের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে বেশ বেকায়দায় পড়ে যান গেইল।কারণ বোল্ট করোনা পজিটিভ হয়েছেন।ফলে এবারের আইপিএলের শর্ত মেনে তাকে দুবার করোনা টেষ্ট করাতে হয়।এবং শেষমেশ গেইল করোনা নেগেটিভ প্রমাণিত হন।এর ফলে আইপিএলের দর্শকদের জন্য একটি সুসংবাদ দিয়ে দিলেন গেইল।

এবারের আইপিএল কিছুটা ব্যতিক্রমী স্টাইলে হতে যাচ্ছে।করোনা মহামারীতে বিপর্যস্ত বিশ্বে আইপিএল আয়োজনে বেশ সতর্ক এবারের আইপিএল আয়োজক কমিটি।সব টিমের জন্য রয়েছে আলাদা আবাসন ও অন্যান্য সুবিধা।সবার করোনা সুরক্ষার  জন্য রয়েছে ব্যাপক ব্যবস্থা। 

written by provakar chowdhuy.,