আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতের সাবেক অধিনায়ক এম এস ধোনি(সূএ; ইউএনবি নিউজ)। এর ফলে এক বিরল প্রতিভাকে মিস করবে আন্তর্জাতিক ক্রিকেট।অধিনায়ক ,উইকেটরক্ষক ও ফিনিসার তিন পজিশনে সফল এক নাম ধোনি।ধোনির জন্য শুভকামনা।
'ক্যাপ্টেন-কুল ' ধোনির ক্যারিয়ার
ক্যাপ্টেন-কুল খ্যাত ধোনির ক্যারিয়ার বেশ চমকপ্রদ।আইসিসির তিনটি টুর্নামেন্টজয়ী অধিনায়ক ধোনি সামনে থেকে নেতৃত্ব দেয়ার জন্য বিখ্যাত। ধোনির ক্রিকেট ক্যারিয়ারের উল্লেখ্যযোগ্য রেকর্ড এখানে তুলে ধরছি।
টেষ্ট রেকর্ড
মোটরান ৪৮৭৬
সেঞ্চুরি ৬
হাফসেঞ্চুরি ৩৩
ক্যাচ/স্টাম্পিং ২৫৬/৩৮
অডিআই রেকর্ড
মোট রান ১০৭৭৩
সেঞ্চুরি ১০
হাফসেঞ্চুরি ৭৩
ক্যাচ/স্টাম্পিং ৩২১/১২৩
টিটুয়েন্টি রেকর্ড
মোটরান ১৬১৭
সেঞ্চুরি ০
হাফসেঞ্চুরি ২
ক্যাচ/স্টাম্পিং ৫৭/৩৪
লিখেছেন:প্রভাকর চৌধুরী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন