WHAT'S NEW?
Loading...

মোবাইল ব্যাংকিং; পকেটেই ব্যাংক

                                                                                                             
                        

সময়ের সাথে মানুষের ব্যস্ততা বাড়ছে।আর এসবের সাথে যুক্ত হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা।মোবাইল ব্যাংকিং মানে আপনার মোবাইল নম্বরের মাধ্যমে ব্যাংক একাউন্ট ও লেনদেনের প্রক্রিয়া।সহজ কথায় পকেটের মোবাইলেই আপনার ২৪ ঘন্টা ব্যাংকিংয়ের সুযোগ হচ্ছে মোবাইল ব্যাংকিং।সরকারী ও বেসরকারী মিলে বেশকিছু মোবাইল ব্যাংকিং সেবা এখানে চালু আছে এবং (কিছু ব্যতিক্রম ছাড়া) সফলভাবে সেবা দিয়ে যাচ্ছে।মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন দিক নিয়ে এ লেখা।

সহজে টাকা জমা ও উওোলন


মোবাইল ব্যাংকিংয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সহজে ঝামেলাহীন  টাকা জমা ও উওোলনের সুবিধা রয়েছে এখানে।মোবাইল ব্যাংকিং একাউন্টে  দিনরাত ২৪ ঘন্টা টাকা জমা ও উওোলন করা যায়।এটি সবার জন্যই সুবিধাজনক।

২৪ ঘন্টা  ক্ষুদ্র লেনদেন    


মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৪ ঘন্টা যেকোন ক্ষুদ্র লেনদেন সম্ভব ।এটি শিক্ষার্থী ,ক্ষুদ্র ব্যবসায়ীসহ সবার জন্য ইতিবাচক।

মোবাইল নম্বরে একাউন্ট


মোবাইল ব্যাংকিংয়ে আপনার মোবাইল নম্বরই আপনার একাউন্টের মূল পরিচয়।এখানে লেনদেনে আপনার মোবাইলই মুখ্য।

পকেটে টাকা রাখার ঝামেলা নেই


এই বিশেষ ব্যাংকিং পদ্ধতির আরেকটি বড় সুবিধা হচ্ছে পকেটে টাকা রাখার ঝামেলা নেই।যখন প্রয়োজন তখনই যেকোন লেনদেন করতে পারবেন।

সীমাবদ্ধতা


মোবাইল ব্যাংকিংয়ের হাজারো সুবিধার মধ্যে কিছু সীমাবদ্ধতাও রয়েছে।যেমন টাকা লেনদেনে কিছু নির্দিষ্ট সীমা রয়েছে।মূলধারার ব্যাংকের মত এখানে যতখুশি তত লেনদেন সম্ভব নয়।

written by provakar chowdhury.