WHAT'S NEW?
Loading...

দক্ষিণ আফ্রিকার অলটাইম সেরা পাচঁ অডিআই ব্যাটসম্যানের রেকর্ড ও অন্যান্য

                                                             
     


দক্ষিণ আফ্রিকা সবসময়ই ক্রিকেটের এক আলোচিত টিম।যদিও চোকার হিসেবে তাদের বদনাম আছে তবু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে কখনো প্রতিভাবান ব্যাটসম্যানের অভাব হয়নি ।ইএসপিএন ক্রিকইনফো থেকে দক্ষিণ আফ্রিকার অলটাইম সেরা পাঁচ অডিআই ব্যাটসম্যানের রেকর্ড ও অন্যান্য এখানে তুলে ধরছি।ছবি:গ্ৰায়েম স্মিথ।

জ্যাক ক্যালিস


দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে জ্যাক ক্যালিস(১৯৯৬-১৪) এক অবিস্মরণীয় প্রতিভার নাম।এই সাবেক অলরাউন্ডার- ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার অলটাইম সেরা অডিআই ব্যাটসম্যানদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন।ক্যালিস মোট ৩২৩ অডিআই ম্যাচ খেলেছেন।তার মোট অডিআই রান ১১৫৫০।সেঞ্চুরি সংখ্যা ১৭।সেরা ইনিংস ১৩৯রান।

এবি ডিভিলিয়ার্স


দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ইতিহাসে এক উজ্জল নাম এবি ডিভিলিয়ার্স(২০০৫-১৮)।সবধরণের ক্রিকেটেই সফল ডিভিলিয়ার্স। অডিআই ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার অলটাইম সেরা ব্যাটসম্যানদের মধ্যে ২য় অবস্থানে রয়েছেন ডিভিলিয়ার্স।মোট ২২৩টি অডিআই খেলে তার রান সংখ্যা ৯৪২৭।তার অডিআই সেঞ্চুরি ২৫টি।সেরা ইনিংস ১৭৬ রান।

হাসিম আমলা


দক্ষিণ আফ্রিকার অলটাইম সেরা অডিআই ব্যাটসম্যানদের তালিকায় হাসিম আমলার(২০০৮-১৯) স্থান ৩য়।দারুণ টেকনিকের অধিকারী এ ব্যাটসম্যান ১৮১ অডিআই খেলে সর্বমোট ৮১১৩ রান করেন।সেরা ইনিংস ১৫৯ রান। আমলার সেঞ্চুরি সংখ্যা ২৭।

হার্সেল গিবস


দক্ষিণ আফ্রিকার সাবেক মারকুটে  ওপেনার হার্সেল গিবস (১৯৯৬-১০)তার দেশের অডিআই ক্রিকেটের অলটাইম সেরাদের মধ্যে ৪র্থ অবস্থানে রয়েছেন।গিবস মোট ২৪৮ অডিআই ম্যাচ খেলে ৮০৯৪ রান করেন।তার সেঞ্চুরি সংখ্যা ২১।সেরা ইনিংস ১৭৫ রান।

গ্ৰায়েম স্মিথ


দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক অডিআই ক্রিকেটে দারুণ এক ব্যাটসম্যান ছিলেন গ্ৰায়েম স্মিথ(২০০২-১৩)।সাবেক এ বাহাতি ওপেনারের অডিআই রেকর্ড সেরকম কিছুই জানান দেয়। স্মিথ মোট ১৯৬ অডিআই খেলে ৬৯৮৯ রান সংগ্ৰহ করেন।তার সেঞ্চুরি সংখ্যা ১০।সেরা ইনিংস ১৪১ রান।

লিখেছেনঃ প্রভাকর চৌধুরী