অনলাইন ছাড়া এখন চলা মুশকিল।সবকাজে অনলাইনের প্রয়োজন বাড়ছে।সেইসাথে ক্যারিয়ার ডেভোলাপমেন্টেও অনলাইনের প্রয়োজন বাড়ছে।তবে অনলাইনে কাজ করার আগে দক্ষতা অর্জন জরুরী।বিখ্যাত ক্যারিয়ার বিশেষজ্ঞদের মতামত থেকে অনলাইনে দক্ষতা বিষয়ক কিছু টিপস এখানে তুলে ধরছি।
লাভজনক পথ খুজুন
অনলাইনে বিভিন্ন ধরণের দক্ষতা উন্নয়নের সুযোগ রয়েছে।কিন্তু সবাই সবকিছু পারবেনা।ফলে বিশেষজ্ঞদের মত হলো নিজের সঠিক পথ বেছে নিতে হবে।আপনি যে কাজে আগ্ৰহী সেই কাজটি শেখার চেষ্ঠা করুন।এবং যেখানে লাভের সম্ভাবনা আছে সেই কাজটি ভালোভাবে শিখুন।
ছোট করে শুরু করুন
অনলাইনে যে কাজ বা দক্ষতা শিখতে চান তা প্রথমে ছোট করে শুরু করুন।বিশেষজ্ঞরা বলেন অনলাইনে রাতারাতি দক্ষতা অর্জনের পথ নেই।তাই তাদের মত হলো প্রথমে প্রতিদিন ৩০/৪০ মিনিট কাজ করার চেষ্ঠা করুন।ইউটিউব টিউটোরিয়াল দেখতে পারেন।
সহায়তা নিতে হবে
অনলাইনে দক্ষ হতে গেলে অবশ্যই ইউটিভব ও পরিচিত এক্সপার্টদের সহায়তা নিন।কারণ সহায়ক ছাড়া অনলাইনে দক্ষ হওয়া খুব কঠিন।যেখানে সমস্যা আসবে সেখানে ইউটিউউব বা পরিচিত বন্ধুর সহায়তা নিন।মনে রাখবেন এখানে দক্ষতা অর্জনের জন্য অনুশীলন জরুরী।
লেগে থাকার ক্ষমতা থাকতে হবে
অনলাইনে রাতারাতি সফলতা পাওয়ার উপায় নেই বলেই বিশেষজ্ঞদের মত।এখানে দক্ষতা অর্জনের জন্য ধৈর্য ও লেগে থাকার ক্ষমতা থাকা লাগবে।নিয়মিত অনুশীলন করতে হবে।সমস্যা আসলে সলভ করা শিখতে হবে।
লিখেছেন: প্রভাকর চৌধুরী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন