বলা হয় ক্রিকেটে অধিনায়কের গুরুত্ব খুব বেশি।কারণ এখানে দল সিলেক্ট,স্কোয়াড সিলেকশন সবকিছুতে অধিনায়কের মত নেয়া হয়।এবং মাঠের সব সিদ্ধান্ত অধিনায়ক নিয়ে থাকেন।টস,ব্যাটিংঅর্ডার,বোলিং অর্ডার সিলেকশন ক্রিকেটে এসব কাজও অধিনায়ক করে থাকেন।আজ তুলে ধরছি অষ্ট্রেলিয়ার সেরা তিন অধিনায়ক এলান বোর্ডার,স্টিভ ওয়াহ ও রিকি পন্টিংয়ের গল্প।ক্রিকেট অধিনায়কত্বের ইতিহাসে এ তিন অষ্ট্রেলিয়ান বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ ও স্মরণীয়।ছবি:স্টিভ ওয়াহ।
এলান বোর্ডার:১৯৮৭ বিশ্বকাপজয়ী অধিনায়ক
এলান বোর্ডার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে স্মরণীয়।অষ্ট্রেলিয়া তার অধীনে প্রথমবারের মত বিশ্বকাপ(১৯৮৭)শিরোপা জয় করে।তবে এখানে থেমে থাকেনি তার জার্নি।বোর্ডারের অধীনে অষ্ট্রেলিয়া ৯৩ টেষ্ট খেলে ৩২টেষ্টে জয় পায়।তার অধীনে অষ্ট্রেলিয়া ১৭৮ অডিআই খেলে ১০৭টিতে জয়লাভ করে।অষ্ট্রেলিয়া তার অধীনে ১৯৮৭ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ জয় করে।
স্টিভ ওয়াহ :অষ্ট্রেলিয়ার ক্রিকেটে সফল এক অধিনায়ক
স্টিভ ওয়াহ ক্রিকেটের ইতিহাসে এক কিংবদন্তী।অষ্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে তার নামটিসবসময় উচ্চারিত হয় ।তার দৃঢ়চেতা নেতৃত্বে অষ্ট্রেলিয়া ১৯৯৯বিশ্বকাপ জয় করে।তার অধিনায়কত্বে অষ্ট্রেলিয়া টানা ১৬টেষ্টে অপরাজিত থাকার গৌরব অর্জন করে।স্টিভ ওয়াহের নেতৃত্বে ৫৭টেষ্টে অংশ নিয়ে ৪১টিতে জয়লাভ করে।স্টিভ ওয়াহর সময়ে অষ্ট্রেলিয়ার ক্রিকেট নতুন এক আদর্শ লাভ করে।
রিকি পন্টিং:অষ্ট্রেলিয়ার সফলতম অধিনায়ক
রিকি পন্টিং ক্রিকেটের সব অধিনায়কের জন্য এক রোলমডেল।পন্টিংয়ের অধীনে অষ্ট্রেলিয়া একাধিক বিশ্বকাপ শিরোপা জয় করে।পন্টিংয়ের অধীনে অষ্ট্রেলিয়া একাধিকবার চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জেতার গৌরব লাভ করে।পন্টিংয় অষ্ট্রেলিয়া দলকে ৩২৪ম্যাচে নেতৃত্ব দিয়ে রেকর্ড গড়েন।ক্রিকেট ইতিহাসে তার চেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্বের রেকর্ড আছে শুধু ভারতের এমএস ধোনির।
written by provakar chowdhury.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন