করোনায় কাবু পুরো বিশ্ব।তবু জীবনের প্রয়োজনে আমাদের বেরোতে হচ্ছে।অফিস ব্যবসা প্রভৃতি কাজে যারা বাইরে যাচ্ছেন তাদের জন্য কিছু টিপস।
একাধিক মাস্ক ব্যবহার করুন
এ সময়ে যারা বাইরে যাচ্ছেন তাদের অবশ্যই মাস্ক পরা উচিত।আর অবশ্যই
একাধিক মাস্ক ব্যবহার করুন।প্রতিদিন এক মাস্ক পরবেন না।
পলিথিনের গ্লাভস ব্যবহার করুন
এ সময়ে বাইরে গেলে হাতে পলিথিনের গ্লাভস পরা উচিত।
ভিড় এড়িয়ে চলুন
ভিড় এড়িয়ে চলার চেষ্ঠা করুন।কারণ ভিড়ে করোনার ঝুঁকি বেশি।
জ্বর কাশি নিয়ে বাইরে যাবেন না
জ্বর কাশি থাকলে আপাতত বাইরে যাওয়া থেকে বিরত থাকার চেষ্ঠা করুন।বাইরের কাজ ফোনে বা অনলাইনে সেরে ফেলুন।
অফিসের কাজ দ্রুত শেষ করুন
এ সময়ে অফিসের কাজ দ্রুত শেষ করুন।
বাসায় ফিরে পরনের কাপড় ধোয়ে ফেলুন
অফিস বা অন্যকাজের পর বাসায় ফিরে পরনের সব কাপড় সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধোয়ে ফেলুন।
written by provakar chowdhury.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন