WHAT'S NEW?
Loading...

এশিয়াকাপেও সফল বোলার সাকিব

                                                                 



এশিয়াকাপকে এশিয়ার বিশ্বকাপ হিসেবে ধরা যায়।এশিয়া কাপের একধরণের আলাদা সৌন্দর্যও রয়েছে।কারণ এটি হচ্ছে এশিয়ার ক্রিকেট পরাশক্তিগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই। এসবকিছুর জন্য এশিয়াকাপ ক্রিকেটপ্রেমীদের কাছে বিশিষ্ট এক টুর্নামেন্ট।এশিয়াকাপের ইতিহাসে সফল বোলারদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।বিষয়টি নিশ্চিতভাবে সাকিবের ভক্তদের জন্য দারুণ খবর।আসুন দেখে নেই এশিয়াকাপের সফল পাঁচ বোলারের রেকর্ড ও অন্যান্য।ছবি:সাকিব আল হাসান।

লাসিথ মালিঙ্গা


বিশ্বসেরা পেসার লাসিথ মালিঙ্গা এশিয়াকাপেও সফলতার চূড়ায় অবস্থান করছেন।এশিয়ার ফ্ল্যাট উইকেটেও মালিঙ্গা নিজের বোলিং নৈপূণ্য দেখিয়েছেন  এবং এশিয়াকাপ তার উজ্জল প্রমাণ। এশিয়াকাপে ২০০৪ থেকে ২০১৮ পর্যন্ত অংশ নিয়েছেন।এশিয়াকাপের ১৫ ম্যাচে বোলিং করেছেন মালিঙ্গা।এ টুর্নামেন্টে  তিনি মোট ৩৩টি উইকেট নিয়েছেন।এশিয়াকাপে মালিঙ্গার সেরা পারফরমেন্স ৫/৩৪।

মুওিয়া মুরালিধরণ


শ্রীলংকার সর্বকালের সেরা অফস্পিনার মুওিয়া মুরালিধরণ এশিয়াকাপের ইতিহাসে দ্বিতীয় সফল বোলার।মুরালিধরণ এশিয়ার স্পিন সহায়ক উইকেটে বরাবরই সফল ছিলেন।এশিয়াকাপেও তিনি স্পিনের জাদুতে ব্যাটসম্যানদের কাবু করেছেন।এবং এশিয়াকাপে ২৪ ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ৩০।এশশিয়াকাপে মুরালিধরণের সেরা বোলিং ফিগার ৫/৩১।

অজন্তা মেন্ডিস


অবিশ্বাস্য ঘটনা হল এশিয়াকাপের সফল বোলারদের তালিকায় তৃতীয় স্থানটিও এক শ্রীলংকান বোলারের দখলে।শ্রীলংকার অজন্তা মেন্ডিস এশিয়াকাপের ইতিহাসে তৃতীয় সফল বোলার।এ টুর্নামেন্টে অজন্তা মেন্ডিস বিশাল সফলতা দেখিয়েছেন।এশিয়াকাপে মাএ ৮ ম্যাচ খেলে মেন্ডিসের উইকেট সংখ্যা ২৬।তার সেরা বোলিং ফিগার ৬/১৩।

সৈয়দ আজমল


পাকিস্তানের সৈয়দ আজমল এশিয়াকাপে দারুণ সফল এক বোলার।এ স্পিনার এশিয়াকাপে মোট ১২ ম্যাচে বোলিং করেছেন।এশিয়াকাপে তার মোট উইকেট সংখ্যা ২৫।সেরা বোলিং ফিগার ৩/২৬।

সাকিব আল হাসান


এশিয়াকাপেও সফল বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।সাকিব তার বুদ্ধিদীপ্ত স্পিন দিয়ে বড় বড় ব্যাটসম্যানদের কাবু করেছেন বারবার।এশিয়ার বিশ্বকাপখ্যাত এশিয়াকাপে সাকিব ১৮ম্যাচে বোলিং করেছেন ।তার মোট উইকেট সংখ্যা ২৪।সেরা বোলিং ফিগার ৪/৪২।

লিখেছেন: প্রভাকর চৌধুরী