এশিয়াকাপ এশিয়ার ক্রিকেটের জনপ্রিয় টুনামেন্ট।এশিয়াকাপকে এশিয়ার বিশ্বকাপ বলা যায়।এবং ক্রিকেটীয় উওেজনা , দর্শকদের আগ্ৰহ ইত্যাদি বিবেচনায় এ অঞ্চলে এশিয়াকাপ খুব ভাইটাল টুনামেন্ট।এশিয়ার প্রায় সব বিখ্যাত ক্রিকেেটার এ টুনামেন্ট খেলেছেন।এ অঞ্চলে ক্রিকেটের প্রসারের ক্ষেএে এশিয়াকাপের অবদান অস্বীকার করা যাবেনা।আজকের এ লেখায় এশিয়াকাপের ইতিহাসে সেরা ১০ ব্যাটসম্যানের সন্ধান করব।ছবি:মুশফিকুর রহিম।
সনাৎ জয়সুরিয়া
এশিয়াকাপের ইতিহাসে সবচেয়ে সফল ব্যাটসম্যান শ্রীলংকার সাবেক ড্যাসিং ওপেনার সনাৎ জয়সুরিয়া।এশিয়াকাপের সর্বাধিক রান সংগ্ৰহকারী ব্যাটসম্যান জয়সুরিয়া। এ মারকুটে ওপেনার এশিয়াকাপে অবিশ্বাস্য সাফল্য দেখিয়েছেন।এশিয়াকাপের ইতিহাসে ২৪ইনিংসে ব্যাটিং করে জয়সুরিয়া ১২২০ রান সংগ্ৰহ করেন।এশিয়াকাপে তার ৬টি সেঞ্চুরির কৃতিত্ব রয়েছে।
কুমার সাঙ্গাকারা
শ্রীলংকার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার এশিয়াকাপ রেকর্ড ঈর্ষণীয়।এশিয়াকাপের ইতিহাসে সফল ব্যাটসম্যানদের তালিকায় তার নামটি বেশ উপরের দিকেই রয়েছে।সাঙ্গাকারা এশিয়াকাপে ৪ সেঞ্চুরিসহ মোট ১০৭৫ রান করেন।
শচীন টেন্ডুলকার
ক্রিকেটের লিটলমাষ্টার শচীন টেন্ডুলকার এশিয়াকাপেও সফলতা দেখিয়েছেন।এ টুনামেন্টের ইতিহাসে অন্যতম সফল ব্যাটসম্যান শচীন।তিনি ২ সেঞ্চুরিসহ এশিয়াকাপে ২১ ইনিংসে ব্যাটিং করে৯৭১ রান সংগ্ৰহ করেন।
শোয়েব মালিক
পাকিস্তানের সফল ব্যাটসম্যান শোয়েব মালিক এশিয়াকাপে বেশ ভালো রেকর্ড রেখেছেন।এশিয়াকাপে মোট ১৯ইনিংসে ব্যাটিং করে ৯০৭ রান সংগ্ৰহ করেন ।এশিয়াকাপে শোয়েব মালিকের ৩টি সেঞ্চুরি রয়েছে।
রোহিত শর্মা
ভারতের হার্ডহিটার রোহিত শর্মার এশিয়াকাপ রেকর্ডও ভালো।রোহিত শর্মা এশিয়াকাপের ইতিহাসে ২৬ইনিংসে ব্যাটিং করে ১ সেঞ্চুরিসহ মোট ৮৮৩ রান সংগ্ৰহ করেন।
বিরাট কোহলি
বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এশিয়াকাপেও সফলতার ছাপ রেখেছেন।কোহলি এশিয়াকাপে মোট ১৪ ইনিংসে ব্যাটিং করে মোট ৭৬৬ রান করেন।এশিয়াকাপে তার ৩টি সেঞ্চুরি রয়েছে।
অর্জুনা রানাতুঙ্গা
শ্রীলংকার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা এশিয়াকাপের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান।এ টুনামেন্টে মোট ৭৪১ রান সংগ্ৰহ করেছেন রানাতুঙ্গা।এশিয়াকাপে তার ১টি সেঞ্চুরিও আছে।
মুশফিকুর রহিম
বাংলাদেশের মিষ্টার ডিফেন্ডডেবল খ্যাত মুশফিকুর রহিম এশিয়াকাপের ইতিহাসে সেরা ১০ ব্যাটসম্যানের মধ্যে আছেন।মুশফিক এশিয়াকাপে বরাবরই সফলতা দেখিয়েছেন।তিনি ইতিমধ্যে এ টুনামেন্টে ২৬ ইনিংসে ব্যাটিং করে মোট ৭৩৯ রান করেছেন।এশিয়াকাপে মুশফিকের ২টি সেঞ্চুরি রয়েছে।
এম এস ধোনি
ভারতের সাবেক সফল অধিনায়ক এম এস ধোনি এশিয়াকাপে বেশ সাফল্যের ছাপ রেখেছেন।ধোনি এশিয়াকাপের ইতিহাসে সেরা ১০ ব্যাটসম্যানের অন্যতম।ধোনি এশিয়াকাপে ২০ইনিংসে ব্যাটিং করে ১ সেঞ্চুরিসহ মোট ৬৯০ রান সংগ্ৰহ করেন।
মাহেলা জয়াবর্ধনে
শ্রীলংকার সাবেক গ্ৰেট ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে এশিয়াকাপের ইতিহাসে সফল ব্যাটসম্যানদের অন্যতম।জয়াবর্ধনে এশিয়াকাপে ২৬ইনিংসে ব্যাটিং করে মোট ৬৭৪ রান সংগ্ৰহ করেন।এ টুনামেন্টে তার কোন সেঞ্চুরি নেই।
written by provakar chowdhury.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন