করোনা কালে মানুষের সহায়তায় ক্রিকেটাররা নিরন্তর কাজ করে যাচ্ছেন।ছবি:মুশফিকুর রহিম।কেউ দিচ্ছেন খাদ্য সহায়তা,কেউ করছেন প্রিয় জিনিসের নিলাম। এবং এরই ধারাবাহিকতায় মুশফিক তাঁর ডাবল সেঞ্চুরির ব্যাটটি নিলামে বিক্রি করেছেন। সৌম্য সরকার তাঁর সেঞ্চুরি হাঁকানো ব্যাট করোনা সহায়তায় নিলাম করেছেন। তাসকিন তাঁর হ্যাটট্রিক করা বলটি করোনা দুর্গতদের সাহায্যার্থে নিলাম করেছেন। করোনা সহায়তায় যুববিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী তাঁর জার্সি,গ্লাভস ইত্যাদি নিলাম করেছেন।
মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাটের নিলামে বেশ সাড়া পড়ে যায়। শেষমেশ পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আফ্রিদি সেটি কিনে নেন। মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাট কিনেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।আফ্রিদি মুশফিকের ব্যাট ১৬ লাখ ৮০ হাজার টাকায় কিনে নিয়েছেন।
সৌম্য সরকারের সেঞ্চুরি হাঁকানো ব্যাট এবং তাসকিনের হ্যাটট্রিক করা বল নিলাম হয়েছে ৮ লাখ টাকায়।
আকবর আলীর জার্সি গ্লাভস ভিওিমূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে।
লিখেছেন: প্রভাকর চৌধুরী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন