WHAT'S NEW?
Loading...

হাইস্কোরিং টিটুয়েন্টি ম্যাচের খোঁজে

                                               


টিটুয়েন্টি ক্রিকেট সত্যিই এক ধাঁধা। অডিআই ক্রিকেটে যেখানে বহু ম্যাচে হাতে উইকেট রেখে দু'শ রান করা কঠিন হয়ে যায় সেখানে কোন কোন টিটুয়েন্টি ম্যাচে আড়াইশ রানও মামুলি হয়ে ওঠে। আসুন জেনে নিই কিছু হাইস্কোরিং টিটুয়েন্টি ম্যাচের খবর।

অষ্ট্রেলিয়া - শ্রীলঙ্কা ম্যাচ ২০১৬


টিটুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা স্কোর ছিল পাল্লেকেলের এ ম্যাচে । যেখানে অষ্ট্রেলিয়া ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬৩ রান করে।সেই ম্যাচে অষ্ট্রেলিয়ার দুর্দান্ত ব্যাটিং নিঃসন্দেহে টিটুয়েন্টি ক্রিকেটের এক আলোচিত স্মারক।

ভারত - শ্রীলঙ্কা ম্যাচ ২০১৭


ইন্দোরে অনুষ্ঠিত  ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার এই ম্যাচে  ভারত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬০ রানের বড় স্কোর করে।

ভারত - ওয়েষ্ট ইন্ডিজ ম্যাচ ২০১৬


২০১৬ সালে লুডারহিলে অনুষ্ঠিত এ ম্যাচে ভারত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে।


নিউজিল্যান্ড - অষ্ট্রেলিয়া ম্যাচ ২০১৮


নিউজিল্যান্ড ও অষ্ট্রেলিয়ার মধ্যে টিটুয়েন্টি ম্যাচ সবসময়ই এক অন্যরকম কিছু।২০১৮ সালে অকল্যান্ডে অনুষ্ঠিত এ ম্যাচে নিউজিল্যান্ডের স্কোরকার্ড ছিল ২৪৩/৫।

দক্ষিণআফ্রিকা - ইংল্যান্ড ম্যাচ ২০১৯


সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত এ ম্যাচকে  টিটুয়েন্টি ব্যাটিংয়ের এক অবিস্মরণীয় স্মারক বলা যায় ।দক্ষিণ আফ্রিকা ঐ ম্যাচে ২০ ওভারে ৬উইকেট হারিয়ে ২৪১ রানের রানের পাহাড় গড়ে।

Written by provakar chowdhury.