আজ ২৫শে বৈশাখ , বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী।এই দিনে PRIO CRICKET এর পক্ষ থেকে কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং সেইসাথে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি।
জন্ম: ২৫শে বৈশাখ,১২৬৮ বঙ্গাব্দ(৭ই মে, ১৮৬১খ্রিষ্টাব্দ)।
মৃত্যু: ২২শে শ্রাবণ,১৩৪৮ বঙ্গাব্দ (৭ইআগষ্ট,১৯৪১ খ্রিষ্টাব্দ)।
জন্মস্থান: জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা।
রবীন্দ্রনাথের বিভিন্ন অভিধা: কবিগুরু, গুরুদেব,বিশ্বকবি।
ছদ্মনাম: ভানুসিংহ ঠাকুর
রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত রচনা:'অভিলাষ' কবিতা (১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত)
কবিতা লেখা শুরু: ৮ বছর বয়সে।
নোবেল পুরস্কার:১৯১৩ সালে তাঁর গীতাঞ্জলি কাব্যগ্ৰন্থের ইংরেজি অনুবাদ(song offerings) নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়।
তাঁর সাহিত্যকর্ম:
কাব্যগ্ৰন্থ:৫২টি
নাটক :৩৮টি
উপন্যাস:১৩টি
প্রবন্ধ ও গদ্যসংকলন :৩৬টি
ছোটগল্প:৯৫টি
গান/গীতিকবিতা:১৯১৫টি
আঁকা ছবি:প্রায় ২ হাজার।
Written by provakar chowdhury.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন