করোনা প্রাদুর্ভাবের কালেও অনেক পেশাজীবীর অফিস করতে হচ্ছে।বিশেষত পুলিশ, প্রশাসনিক কাজে কর্মরত,ব্যাংকার,স্বাস্থ্যকর্মী, সংবাদকর্মী, বিভিন্ন কলসেন্টারের কর্মী, পোশাকশ্রমিক এক্ষেত্রে অগ্ৰগণ্য। আসুন করোনা কালে দায়িত্ব পালনের সময় অফিস ও নিজের সুরক্ষার উপায় জেনে নেই।
√ অফিসে যাবার আগে মাস্ক পরে নিন।
√অফিসের কাজের সময় মাস্ক ব্যবহার করুন।
√সহকর্মীদের সাথে দূরত্ব বজায় রেখে বসুন।
√কাজের সময় হাতে পলিথিনের গ্লাভস ব্যবহার করুন।
√কাজের শেষে গ্লাভস মুখবন্ধ ডাষ্টবিনে ফেলে দিন।
√অফিসের ডেস্ক পরিছন্ন রাখুন।
√প্রতিদিন ধোয়া ও পরিছন্ন কাপড় পরে অফিসে যান।
√অফিসে এসেই প্রথমে সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ে নিন।
√অফিসের বাইরের কাজ ফোনে বা অনলাইনে সেরে ফেলুন।
√আপাতত বাইরের অতিথিদের অফিসে আসতে নিরুৎসাহিত করুন।
Written by provakar chowdhury.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন