ছাতা খুব দরকারি এক বস্তু।গ্ৰীষ্মের তীব্র রোদে একটু স্বস্তির জন্য ছাতা বিশ্বস্ত বন্ধু। বর্ষার বৃষ্টিতে সাথে থাকা চাই ছাতা।তবে ছাতার মধ্যেও রয়েছে ফ্যাশন ও প্রয়োজনের হিসেবনিকেশ। বাজারে রয়েছে বাহারি ডিজাইনের ছাতা। আসুন জেনে নেই ছাতার খবর।
বাজারে ছোট ও সহজে বহনযোগ্য ছাতার চাহিদা বেশি।
তুলনামূলকভাবে ম্যানুয়েল ছাতার চাহিদা কম।তবে ম্যানুয়েল ছাতা বেশি টেকসই।
অটো সুইচে চলে এমন ছাতার চাহিদা এখন বেশি।
ছাতা প্রস্তুতকারকদের মতে ১০ শিকের ছাতা আদর্শ।
ছাতার বাইরের রঙ যাইহোক ভেতরের রঙ সাদা বা ছাই রঙের হলে ভালো।
এখন রঙিন কাপড়ের ছাতা বেশি চলে।
ফ্যাশনেবল ছাতাগুলো আবার ঝড় ও তীব্র বাতাসে অসুবিধাজনক।
সুইচযুক্ত ছাতা সহজে বহনযোগ্য এবং রোদের জন্য আরামদায়ক।
সবকিছুর পর ব্যক্তিত্ব অনুযায়ী ছাতা কিনুন।
লিখেছেন:প্রভাকর চৌধুরী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন