করোনাকালে বিপর্যস্ত মানবতার সহায়তায় এগিয়ে এলেন বাংলাদেশের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির প্রিয় স্টিলের ব্রেসলেট করোনা সহায়তা জন্য নিলাম হলো। এবং বেশ চড়া দামে বিক্রি হয়েছে ম্যাশের ব্রেসলেট।১৮ বছর ধরে তাঁর হাতে থাকা ব্রেসলেটটি ক্রয় করে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিএলএফসিএ।
মাশরাফির ব্রেসলেটের নিলামে বেশ সাড়া পড়ে যায়। শেষমেশ মাশরাফির ব্রেসলেট বিক্রি হয় ৪২ লাখ টাকায়। ব্রেসলেটটি কেনার পর আবার সেটি মাশরাফিকে গিফট করে বিএলএফসিএ।
মাশরাফির ব্রেসলেটের সবটাকা চলে যাবে তাঁর "নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে"। সেখান থেকে করোনা দুর্গতদের সহায়তায় এ টাকা খরচ হবে।
মাশরাফির ব্রেসলেটের ভিওিমূল্য ছিল ৫ লাখ। নিলামে ব্রেসলেটটির বিক্রি হয় ৪২ লাখ টাকায়।
Written by provakar chowdhury.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন