WHAT'S NEW?
Loading...

এই দিনে জন্মগ্রহণ করেন ব্রায়ান লারা

                                                                 


 আজকের এইদিনে (মে  মাসের ২তারিখে) জন্মগ্রহণ করেন ক্রিকেটের ক্ষণজন্মা ব্যাটসম্যান ব্রায়ান লারা।PRIO CRICKETএর পক্ষ থেকে লারাকে জন্মদিনের প্রতুল শুভেচ্ছা জানাচ্ছি। আসুন জেনে নেই লারার অজানা কিছু ক্রিকেটীয় কীর্তি।

√ব্রায়ান লারা প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক।১৯৯৪সালে এজবাষ্টনে এক ইংলিশ কাউন্টি ম্যাচে তিনি ৫০১ রান করেন।

√টেষ্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিকও ব্রায়ান লারা।২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে এন্টিগায় তিনি ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেন।

√টেষ্ট ক্রিকেটে এক ওভারে সর্বাধিক রান সংগ্রহের কৃতিত্ব রয়েছে তার।

√লারা ৩৪টি টেষ্ট সেঞ্চুরি এবং ১৯টি অডিআই সেঞ্চুরির মালিক।

√টেষ্টে  লারার সবোর্চ্চ  ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৪০০।

√অডিআই ক্রিকেটে লারার সবোর্চ্চ ব্যক্তিগত ইনিংস ১৬৯ রানের।

Written by provakar chowdhury.