আজকের এইদিনে (মে মাসের ২তারিখে) জন্মগ্রহণ করেন ক্রিকেটের ক্ষণজন্মা ব্যাটসম্যান ব্রায়ান লারা।PRIO CRICKETএর পক্ষ থেকে লারাকে জন্মদিনের প্রতুল শুভেচ্ছা জানাচ্ছি। আসুন জেনে নেই লারার অজানা কিছু ক্রিকেটীয় কীর্তি।
√ব্রায়ান লারা প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক।১৯৯৪সালে এজবাষ্টনে এক ইংলিশ কাউন্টি ম্যাচে তিনি ৫০১ রান করেন।
√টেষ্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিকও ব্রায়ান লারা।২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে এন্টিগায় তিনি ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেন।
√টেষ্ট ক্রিকেটে এক ওভারে সর্বাধিক রান সংগ্রহের কৃতিত্ব রয়েছে তার।
√লারা ৩৪টি টেষ্ট সেঞ্চুরি এবং ১৯টি অডিআই সেঞ্চুরির মালিক।
√টেষ্টে লারার সবোর্চ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৪০০।
√অডিআই ক্রিকেটে লারার সবোর্চ্চ ব্যক্তিগত ইনিংস ১৬৯ রানের।
Written by provakar chowdhury.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন