চারিদিকে করোনা প্রাদুর্ভাবের মধ্যে বাজারে গিয়ে কেনাকাটা করা কিছুটা হলেও রিস্ক হয়ে যায়। তবু যারা বাজারে গিয়ে কেনাকাটা করছেন বা করবেন ভাবছেন তাদের জন্য কিছু পরামর্শ।
১.মাস্ক ছাড়া মার্কেটিংয়ে বেরোবেন না।
২.বেশি ভিড়ের মার্কেট এড়িয়ে চলুন।
৩.যে মার্কেটে ভিড় কম সেখানে মার্কেটিং করুন।
৪.করোনা প্রাদুর্ভাবের এ সময়ে শিশুদের নিয়ে মার্কেটে যাবেন না।
৫.গাদাগাদি করে গাড়িতে চড়বেন না।
৬.কেনাকাটা শেষে অযথা ঘোরাফেরা করবেন না।
৭.বাসায় ফিরে আগে হাত পা সাবান বা স্যানিটাইজার দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।স্নান করলে ভালো হয়।
৮.পরনের কাপড় সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
Written by provakar chowdhury.
চারিদিকে করোনা প্রাদুর্ভাবের মধ্যে বাজারে গিয়ে কেনাকাটা করা কিছুটা হলেও রিস্ক হয়ে যায়। তবু যারা বাজারে গিয়ে কেনাকাটা করছেন বা করবেন ভাবছেন তাদের জন্য কিছু পরামর্শ।
১.মাস্ক ছাড়া মার্কেটিংয়ে বেরোবেন না।
২.বেশি ভিড়ের মার্কেট এড়িয়ে চলুন।
৩.যে মার্কেটে ভিড় কম সেখানে মার্কেটিং করুন।
৪.করোনা প্রাদুর্ভাবের এ সময়ে শিশুদের নিয়ে মার্কেটে যাবেন না।
৫.গাদাগাদি করে গাড়িতে চড়বেন না।
৬.কেনাকাটা শেষে অযথা ঘোরাফেরা করবেন না।
৭.বাসায় ফিরে আগে হাত পা সাবান বা স্যানিটাইজার দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।স্নান করলে ভালো হয়।
৮.পরনের কাপড় সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
Written by provakar chowdhury.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন