বাংলাদেশের সফল ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশ্বের অন্যতম সেরা অডিআই বোলারদের তালিকায় তাঁর নামটিও উচ্চারিত হয়। মাশরাফির গুণের শেষ নেই। মাশরাফি সম্পর্কে সবাই জানতে চান।তাই মাশরাফি সম্পর্কে কিছু অজানা তথ্য পাঠকদের জন্য এখানে তুলে ধরছি।
মাশরাফি ফিলোসফির ছাএ
অনেকের হয়তো অজানা মাশরাফি ফিলোসফির ছাএ।ম্যাশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ( ২০০৩-০৪ সেশন) ফিলোসফিতে উচ্চশিক্ষা গ্ৰহন করেন।
মাশরাফির প্রথম টেস্ট শিকার গ্ৰান্ট ফ্লাওয়ার
মাশরাফি জিম্বাবুয়ের গ্ৰেট ব্যাটসম্যান গ্ৰান্ট ফ্লাওয়ারকে আউটের মাধ্যমে তার প্রথম টেস্ট উইকেট লাভ করেন।
ক্রিকেটে হঠাৎ উথ্থান
মাশরাফির ক্রিকেটে উথ্থান বেশ চমকপ্রদ। তিনি বাংলাদেশ এ দলের হয়ে এক ম্যাচ খেলেই জাতীয় দলে সুযোগ পান।তারপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।
ওয়েষ্ঠইন্ডিজের বিপক্ষে টেস্টজয়
মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে প্রথমবার ওয়েষ্ঠইন্ডিজের বিপক্ষে জয়লাভ করে।
ইনজুরিতে বাধাগ্ৰস্থ ক্যারিয়ার
মাশরাফির ক্রিকেট ক্যারিয়ারে বারবার ইনজুরি হানা দিয়েছে। এমনকি একসময় অনেকে তার ক্যারিয়ারের শেষও দেখে ফেলেন।তবু তিনি বারবার মাঠে ফিরেছেন।
বড় ম্যাচের খেলোয়াড়
মাশরাফিকে বলা হয় বড় ম্যাচের খেলোয়াড়।বাংলাদেশ তার নৈপুণ্যে বড় বড় ম্যাচে জয় পেয়েছে।
বাংলাদেশের সেরা অধিনায়ক
পরিসংখ্যান এবং সাফল্যের বিবেচনায় মাশরাফিকে বাংলাদেশের সেরা অধিনায়কের স্বীকৃতি দেয়া হয়।
বাংলাদেশের সেরা অডিআই বোলার
আন্তর্জাতিক ম্যাচের পারফরম্যান্স ও দেশের পেস বোলারদের রেকর্ড বিবেচনায় তিনি বাংলাদেশের সেরা অডিআই বোলার হিসেবে স্বীকৃত।
Written by provakar chowdhury.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন