করোনা মহামারীতে বিপর্যস্ত মানুষের জন্য বিশ্বের বিখ্যাত চিকিৎসকরা নিয়মিত বিভিন্ন মিডিয়ায় পরামর্শ দিচ্ছেন। এখানে তেমন কয়েকজন বিখ্যাত চিকিৎসকের করোনা পরামর্শ তুলে ধরছি। এখানে ব্যবহৃত ছবিটি ডাঃ রিচার্ড মার্টিনিলোর।
ডাঃ জানতজি তালজার্দের পরামর্শ
বিশ্বখ্যাত চিকিৎসক ডাঃজানতজি তালজার্দ করোনা মহামারী মোকাবেলায় কিছু পরামর্শ দিয়েছেন।
১.ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুতেও গলাব্যথা থাকে।তাই আগে পর্যবেক্ষণ করুন।
২.আবার করোনায় শ্বাসকষ্ট থাকে যা ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুতে থাকে না।
ডাঃ রিচার্ড মার্টিনিলোর করোনা পরামর্শ
বিশ্ববিখ্যাত চিকিৎসক ডাঃরিচার্ড মার্টিনিলো করোনা মোকাবেলায় কিছু পরামর্শ দিয়েছেন।
১.করোনাকালে শিশুদের সর্বদা অভয় দিন।
২. বাসা বা হাসপাতালের বেড যেখানে থাকুন ফোনে প্রিয়জনদের সাথে যোগাযোগ রাখুন।
৩.করোনা রোগীর নিউমোনিয়াও হতে পারে।
ডাঃ ফ্রাঙ্ক গার্নারের করোনা পরামর্শ
বিশ্বখ্যাত চিকিৎসক ডাঃফ্রাঙ্ক গার্নারের করোনা পরামর্শ।
১.পোষা পশুপাখি অসুস্থ হলে দূরে রাখুন।
২.জনসমাগম এড়িয়ে চলুন।
৩.আতঙ্কিত নয় সাবধান হোন।
৪.এ রোগের ভ্যাকসিন আবিষ্কার না হলেও প্রচলিত অন্যান্য চিকিৎসা ব্যবস্থাপনায় অধিকাংশ করোনা রোগীর জটিলতা কমানো সম্ভব।
৫.তাই সবাইকে সচেতন থাকতে হবে।
ডাঃ ওজেডের পরামর্শ
বিশ্বখ্যাত চিকিৎসক ডাঃ ওজেড কিছু করোনা পরামর্শ দিয়েছেন।
১.করোনা মোকাবেলায় মানসিক শক্তি অনেক বেশি জরুরি।
২.করোনাকালে বন্ধু ও স্বজনদের সাথে সোশাল মিডিয়া,ফোন ইত্যাদির মাধ্যমে যোগাযোগ রাখুন।
Written by provakar chowdhury.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন