WHAT'S NEW?
Loading...

করোনাকালের পড়াশোনা

                                           

করোনা মহামারীর এ সময়ে সবধরণের একাডেমিক শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।তবে মানুষের জীবনতো থেমে থাকে না। তাই আমাদের পড়াশোনা বন্ধ করার কোন সুযোগ নেই। বরং এ সময়ে পুরো সিলেবাস ভালো করে পড়ে ফেলার একটি সুযোগ। আমাদের ফলাফল নির্ভর পড়াশোনার জন্য প্রায়শ পুরো সিলেবাস শুধু ক্লাসে পড়া হয় কিন্তু নিজে ভালো করে পড়ি না। তাই পুরো সিলেবাস পড়ে ফেলুন। আসুন করোনা কালের পড়াশোনার একটি ধারণা জেনে নিই।

√লকডাউনকে ছুটি ভাববেন না।

√টেলিভিশনে প্রাথমিক, মাধ্যমিকও উচ্চমাধ্যমিক শ্রেণীর অনলাইন ক্লাস চলছে সেগুলো নিয়মিত দেখুন।

√এছাড়াও বিভিন্ন  অনলাইন একাডেমিক মিডিয়ায় ক্লাস করতে পারেন।

√ সেইসাথে লিখুন। হাতের লেখা সুন্দর হবে।এই সময়ে স্পষ্ট অক্ষরে লেখার অভ্যাস করুন।

√উচ্চতর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এসময় খুবই কঠিন। কারণ শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে করোনা আঘাত করেছে।

√তবে এক্ষেত্রে এসময়ে নিজেকে আরও পরিণত করার চেষ্টা করুন। নিজের পড়া ও শেখার পরিধি বাড়ানোর চেষ্টা করুন।  সৃষ্টিকর্তারউপর বিশ্বাস রাখুন।

√পড়ার সাথে নতুন কিছু শিখতে পারেন।ফাষ্টফুড তৈরি, ঔষধ সম্পর্কে জানা, কৃষি বাজারজাতকরণ কৌশল, অনলাইন আর্নিং, বিভিন্ন ধরণের ব্যবসায়িক আইডিয়া ইত্যাদি। এক্ষেত্রে ইউটিউবের সহায়তা নিন।

√লকডাউনে পুরো সিলেবাস দেখে নিন। কারণ উচ্চতর শ্রেণীর সিলেবাস খুবই তাৎপর্যপূর্ণ।

√পড়ে নিতে পারেন  সাহিত্য ,রাষ্ট্রচিন্তা, ইতিহাস, অর্থনীতি,ব্যবস্থাপনা , সমাজকল্যাণ  ইত্যাদি বিষয়ক বিখ্যাত লেখকদের বইগুলো। এক্ষেত্রে পিডিএফ ফাইল ডাউনলোড করে পড়তে পারেন।

√উচ্চতর স্তরের শিক্ষার্থীরা ইউটিউবে বিভিন্ন ভাষা শেখার চেষ্টা করতে পারেন।

√বিখ্যাত মনীষীদের জীবনী অনলাইনে পড়তে পারেন।

√তবে অবশ্যই একাডেমিক পড়াশোনা বন্ধ রাখা যাবে না।

Written by provakar chowdhury.