ইংল্যান্ডের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস। বিশ্বসেরা অলরাউন্ডার স্টোকস বৈচিত্র্যপূর্ণ জীবনের অধিকারী।জন্ম নিউজিল্যান্ডে অথচ তিনি ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের রূপকার।বেন স্টোকসের কিছু অজানা গল্প নিয়ে এ লেখা।
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডারের জন্ম নিউজিল্যান্ডে
বেন স্টোকসের জন্ম নিউজিল্যান্ডে।তবে তাঁর ক্রিকেটের সব অর্জন ইংল্যান্ডের হয়ে । ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ের নায়কও বেন স্টোকস ।
বেন স্টোকস রাগবি খেলায় পারঙ্গম
বেন স্টোকস বিশ্বসেরা অলরাউন্ডার।ক্রিকেটের পাশাপাশি তিনি রাগবি খেলায় পারঙ্গম। স্কুল জীবন থেকেই তিনি রাগবি খেলতে পছন্দ করেন।
ক্রিকেটের জন্য রাগবি ছাড়তে হয়
একসময় রাগবি খেলায় বেশ পারদর্শী হয়ে উঠেছিলেন।তবে পরবর্তীতে ক্রিকেটের জন্য রাগবি ছেড়ে দেন।
ভাগ্য তাঁর পক্ষে ছিল
একসময় অর্থাভাবে খেলাধুলা ছেড়ে দেয়ার উপক্রম হয়েছিল স্টোকসের।এমন বিপর্যয়ের সময় জন গিবসন নামের এক ভদ্রলোক স্টোকস প্রতি সাহায্যের হাত বাড়ান।
স্টোকস খুব কম বয়সে বিয়ে করেন
স্টোকস খুব কম বয়সে বিয়ে করেন।
স্টোকসের বিচিত্র ডাকনাম রয়েছে
বেন স্টোকসের বিচিত্রসব ডাকনাম আছে। তার দুটি ডাকনাম যথাক্রমে ' রকি' ও 'দি হার্ট লকার'।
ট্যাটু আঁকতে পছন্দ করেন স্টোকস
শরীরে বিচিত্রসব ট্যাটু আঁকতে পছন্দ করেন স্টোকস। এবং তার শরীরে অসংখ্য ট্যাটু রয়েছে।
স্টোকসের প্রিয় ব্যাটসম্যান ও বোলার
বেন স্টোকসের প্রিয় ব্যাটসম্যান কেভিন পিটারসেন এবং প্রিয় বোলার ডেল স্টেইন।
Written by provakar chowdhury.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন