WHAT'S NEW?
Loading...

এভিন লুইসের অজানা গল্প

                                                     
                             

টিটুয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় ফিগার এভিন লুইসের খেলা দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের মধ্যে দারুণ আগ্ৰহ থাকে। এবং সঙ্গতকারণেই ডেষ্ট্রোয়ার হিসেবে পরিচিত লুইস এক ভাইটাল ব্যাটসম্যান। বিধ্বংসী এ ব্যাটসম্যান সবধরণের উইকেটেই স্বভাবসুলভ ব্যাটিং করে থাকেন। ক্রিকেটপ্রেমীদের আগ্ৰহের কথা বিবেচনা  করে এভিন লুইসের অজানা গল্প নিয়ে এ আয়োজন।

লুইসের গুরু ক্রিস গেইল


লুইস শুরু থেকেই ক্রিস গেইলকে অনুসরণ করেন। এবং গেইলকে তিনি গুরু হিসেবে মানেন। লুইস নিজে বলেছেন তিনি গেইলের মত বিগশট খেলতে পছন্দ করেন।

এিনিদাদ এন্ড টোবাগোর ক্রিকেটে সুযোগ পেতে লড়াই করেন


যদিও লুইস শুরু থেকেই ক্রিকেটে প্রতিভার স্বাক্ষর রেখেছেন তবু একদা এিনিদাদ এন্ড টোবাগোর ক্রিকেট এসোসিয়েশন তাকে দলে রাখেনি। তবু তিনি থেমে থাকেননি। নিজের প্রতিভাকে ঠিকই শানিত করেছেন।

লুইসের প্রথম শতরান বিপিএলে


এভিন লুইস ওয়েষ্ঠ ইন্ডিজের বিভিন্ন ঘরোয়া লিগে নিয়মিত রান করলেও প্রথম টিটুয়েন্টি সেঞ্চুরির দেখা পান বিপিএলে। এভিন লুইস টিটুয়েন্টি ক্রিকেটের প্রথম শতরান করেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।

একদা টিটুয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ছিলেন


লুইস বেশকিছুদিন টিটুয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ছিলেন। ২০১৭ সালে ভারতের বিপক্ষে একটি টিটুয়েন্টি ম্যাচে তিনি ১২৫ রান করেন।যা তখন টিটুয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল।

২০০৮সালে এিনিদাদ এন্ড টোবাগোর সেরা খেলোয়াড় মনোনিত হন


২০০৮সালে এিনিদাদ এন্ড টোবাগোর দ্বিতীয় বিভাগ স্কুল ক্রিকেট লিগে টানা তিন সেঞ্চুরি করে বছরের সেরা খেলোয়াড় মনোনিত হন।

Written by provakar chowdhury.