পৃথিবী এখন অনেক বেশি আন্তর্জাতিক। কারণ প্রযুক্তির সাহায্যে পৃথিবীর বিভিন্ন কালচার ও বিচিত্র ভাষার মানুষের মধ্যে প্রতিনিয়ত যোগাযোগ স্থাপিত হচ্ছে। তাই বিশ্বব্যাপী মাতৃভাষার পাশাপাশি একাধিক ভাষা শেখার প্রবণতা ও প্রয়োজন বাড়ছে। এবং একাধিক ভাষা শেখার ফলে মানুষের আয় বাড়ছে একথা বিশ্ব অর্থনৈতিক ফোরামও স্বীকার করেছে। বিশ্বব্যাপী জনপ্রিয় ভাষাগুলো হল ইংরেজি, স্পেনিশ,কোরিয়ান, জার্মান, চাইনিজ,জাপানি।এসব ভাষা শেখার হার বিশ্বব্যাপী বাড়ছে। বাংলাদেশেও এসব বিদেশি ভাষা শেখার সুযোগ রয়েছে। এমনকি ইউটিউবসহ বিভিন্ন অনলাইন মিডিয়ার সাহায্যে অনেকে এখন একাধিক ভাষা শিখছে।
কেন শিখবেন একাধিক ভাষা
বিবিধ কারণে একাধিক ভাষা শেখার প্রবণতা বাড়ছে। একাধিক ভাষা শেখার কিছু সুবিধার কথা এখানে তুলে ধরছি।
১.নিজেকে আপডেট রাখা।
২.বৈশ্বিক সমাজের সাথে যোগাযোগ স্থাপন।
৩.ব্যবসায়িক স্বার্থ।
৪.বিদেশে উচ্চশিক্ষা।
৫.বিদেশে কর্মসংস্থান।
৬.বিশ্বায়নের ইতিবাচক গুণ আয়ত্ত্ব করা।
৭.জ্ঞান ও মেধার উৎকর্ষ সাধন।
৮.বৈশ্বিক জব মার্কেটের সুফল লাভ।
৯.কর্মক্ষেএে সৃজনশীলতা অর্জন।
Written by provakar chowdhury.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন