পাবলিক পরীক্ষায় ইংরেজি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এইসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য ইংরেজিতে ভালো প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। অনেকে ইংরেজি বিষয়ে আত্মতৃপ্তিতে ভোগে, অনেকে আবার ভীতিতে ভোগে। ইংরেজির এসব সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত অনুশীলনের বিকল্প নেই।বই,ইউটিউব, ইন্টারনেট সবকিছুর সাহায্য নিন। ইংরেজি যত অনুশীলন করবেন তত সহজ মনে হবে।
নিয়মিত চর্চার বিকল্প নেই
ইংরেজিতে ভালো করার জন্য নিয়মিত চর্চা করুন। প্রথমপত্রে প্রশ্ন বোঝার চেষ্টা করুন।
প্রশ্ন বুঝে অনুশীলন করুন
বই ইন্টারনেট ইত্যাদি থেকে প্রশ্ন বুঝতে চেষ্টা করুন। নিয়মিত এটি চালিয়ে যান। ইংরেজি বাক্য বোঝার চেষ্টা করুন। এটি পরীক্ষায় উওর করতে সাহায্য করবে।
প্রথমপত্রে মূল বইয়ের পাঠগুলো পড়ুন
ইংরেজি প্রথমপত্রে মূল বইয়ের বিভিন্ন পাঠ নিয়মিত পড়ুন।
ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করুন
ইংরেজিতে ভালো করার জন্য নিয়মিত কিছু প্যারাগ্ৰাফ নিজ থেকে সহজ বাক্যে লেখার চেষ্টা করুন।এটি দীর্ঘমেয়াদে ইংরেজি ভীতি কমাবে এবং আত্মবিশ্বাস বাড়াবে।
বাসায় সেল্পটেষ্ট দিন
ইন্টারনেট থেকে ইংরেজির মডেল টেস্ট ডাউনলোড করে বাসায় পরীক্ষা দিন।এতে ইংরেজি পরীক্ষা আরও ভালো হবে।
আত্ত্বতৃপ্তি ইংরেজির জন্য ক্ষতিকর
আত্ত্বতৃপ্তিতে ভোগবেন না এতে প্রস্তুতিতে ভাটা পড়বে।
অতিরিক্ত চিন্তা বাদ দিন
ইংরেজি বিষয়ে ভালো করতে চাইলে অতিরিক্ত চিন্তা বাদ দিন। নিয়মিত অনুশীলন করুন। যখন একঘেয়েমি আসে তখন ফ্রি হ্যান্ড কিছু লিখুন।
ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং সারাজীবন কাজে লাগবে
ইংরেজিতে সহজ বাক্যে প্রচুর ফ্রি হ্যান্ড লেখার চেষ্টা করুন।এটি পরবর্তীতে খুব কাজে লাগবে।
প্যারাগ্ৰাফ,এ্যাচে ইত্যাদি বুঝে শিখুন
প্যারাগ্ৰাফ,এ্যাচে ইত্যাদি বুঝে শিখুন।এতে একটি টপিক একবার বুঝলে অন্য অংশে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এটি সাহায্য করবে।
নিয়মিত প্র্যাকটিস ইংরেজিভীতি দূর করবে
ইংরেজি নিয়মিত প্র্যাকটিস করুন ভীতি দূর হয়ে যাবে। নিয়মিত ইংরেজি প্র্যাকটিস আত্মবিশ্বাস ও সাহস বাড়িয়ে দেবে।
Written by provakar chowdhury.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন