WHAT'S NEW?
Loading...

কোন ব্যাংকে টাকা রাখবেন

         ‌  

ব্যাংকে  টাকা জমাতে চাই সবাই।তবু নানা ঝামেলায় অনেকের ব্যাংকে হিসাব খোলা হয়না। আবার অনেকেই জানেন না কোথায় টাকা রাখা লাভজনক ও নিরাপদ।এসব সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের হিসাবের ক্ষেত্রে প্রদেয় সুদ বা মুনাফার বিবরণ তুলে ধরছি।

  সেভিংস না ফিক্সড ডিপোজিট


ব্যাংকে হিসাব প্রধানত দুই ধরণের  সেভিংস ও ফিক্সড ডিপোজিট ।সেভিংস একাউন্টে যেকোন সময় টাকা জমা এবং উওোলন করা যায়। ফিক্সড ডিপোজিট সাধারণত নির্দিষ্ট মেয়াদের জন্য করতে হয়।এক্ষেএে মেয়াদের পূর্বে টাকা উওোলনের নিয়ম নেই তবে  টাকা জমা করা যায়। সেভিংস একাউন্টে  সুদ বা মুনাফা খুব কম। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদ বা মুনাফা অনেক বেশি। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক কোন হিসাবে কত সুদ বা মুনাফা দিচ্ছে তা আলোচনা করছি।

        অগ্ৰণী ব্যাংক লিমিটেড

বাংলাদেশের সুপরিচিত সরকারি কমার্শিয়াল ব্যাংক  অগ্ৰণী ব্যাংক লিমিটেড। ব্যাংকটি সেভিংস একাউন্টের ক্ষেত্রে বার্ষিক ৩.৫০ থেকে ৪% সুদ দিচ্ছে। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ব্যাংকটি ৫.৭৫ থেকে ৬%পর্যন্ত সুদ বা মুনাফা দিচ্ছে।

       রুপালী ব্যাংক লিমিটেড

রুপালী ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি জনপ্রিয় সরকারি কমার্শিয়াল ব্যাংক। ব্যাংকটি সেভিংস একাউন্টে ৩থেকে ৪%মুনাফা দিচ্ছে ।ফিক্সড ডিপোজিটে সুদ দিচ্ছে ৫.২৫থেকে ৬% পর্যন্ত।

       সোনালী ব্যাংক লিমিটেড

সোনালী ব্যাংক লিমিটেড বাংলাদেশের বৃহত্তম সরকারি ব্যাংক। সোনালী ব্যাংক তার গ্ৰাহকদের সেভিংস একাউন্টে ৩.৫০থেকে ৩.৭৫% সুদ দিচ্ছে। ফিক্সড ডিপোজিটে দিচ্ছে  ৬%পর্যন্ত সুদ।

        বাংলাদেশ কৃষি ব্যাংক

বাংলাদেশ কৃষি ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক। ব্যাংকটি সেভিংস একাউন্টে দিচ্ছে ৩.৫০থেকে ৪%পর্যন্ত সুদ। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ব্যাংকটি সুদ দিচ্ছে ৫.৭৫থেকে ৬%।

   ব্র্যাক ব্যাংক লিমিটেড

ব্র্যাক ব্যাংক লিমিটেড বাংলাদেশের সুপরিচিত ও জনপ্রিয় প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক । ব্যাংকটি সেভিংস একাউন্টের ক্ষেত্রে তার গ্ৰাহকদের দিচ্ছে বার্ষিক ১থেকে ৪%  পর্যন্ত সুদ। ফিক্সড ডিপোজিটে দিচ্ছে৬থেকে ৭% সুদ।

     পূবালী  ব্যাংক লিমিটেড

পূবালী ব্যাংক লিমিটেড বাংলাদেশের জনপ্রিয় প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক।গ্ৰাহকসেবার দিক থেকে ব্যাংকটি ভালো অবস্থানে রয়েছে। পূবালী ব্যাংক লিমিটেড গ্ৰাহকদের সেভিংস একাউন্টের ক্ষেত্রে বার্ষিক ২.৭৫% থেকে ৬%পর্যন্ত সুদ দিচ্ছে। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ব্যাংকটি ৪ থেকে ৯% পর্যন্ত সুদ দিচ্ছে।

  স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক লিমিটেড


স্টান্ডার্ড   চাটার্ড    ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি সফল বিদেশি ব্যাংক।গ্ৰাহকসেবা ও ব্যাংকিং দুই    মিলে ব্যাংকটি বাংলাদেশে বেশ ভালো অবস্থানে আছে। ব্যাংকটি সেভিংস একাউন্টে বার্ষিক ০.৩৫ থেকে ২% পর্যন্ত সুদ দিচ্ছে।ফিক্সড ডিপোজিটে দিচ্ছে ২থেকে ৬% সুদ।


      ডাচ বাংলা ব্যাংক লিমিটেড

ডাচবাংলা ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি সুপরিচিত ব্যাংক। ব্যাংকটি বেশ সুনামের সাথে বিভিন্ন ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। ব্যাংকটি সেভিংস একাউন্টের ক্ষেত্রে ১থেকে ৩.৫০% সুদ দিচ্ছে। ফিক্সড ডিপোজিটে দিচ্ছে ৪থেকে ৫.৫০% সুদ।

      ট্রাষ্ট ব্যাংক লিমিটেড

ট্রাষ্ট ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি ব্যবসাসফল প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। ব্যাংকটি সেভিংস একাউন্টে দিচ্ছে ৪% পর্যন্ত সুদ।ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ব্যাংকটি গ্ৰাহকদের দিচ্ছে ২ থেকে ৭.৫০% পর্যন্ত সুদ।
Written by provakar chowdhury.