এইসএসসি পরীক্ষার বাণিজ্য শাখার প্রতিটি বিষয় সমান গুরুত্বপূর্ণ। এখানে ভালো একটি প্রস্তুতি আপনাকে মূল পরীক্ষায় এগিয়ে রাখবে। বাণিজ্য শাখার বিষয়গুলো আমাদের জীবনের সব পর্যায়ের জন্য প্রয়োজনীয়। অতএব প্রতিটি বিষয় সমান গুরুত্ব দিয়ে পড়া উচিত। এইসএসসি পরীক্ষা ২০২০ বাণিজ্য শাখার প্রস্তুতি নিয়ে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকের ধারণা থেকে কিছু পরামর্শ তুলে ধরছি।
সৃজনশীল অংশে নিয়মিত প্র্যাকটিস করুন
বাণিজ্য শাখার সৃজনশীল অংশে নিয়মিত প্র্যাকটিস করুন। এক্ষেত্রে একটি গাইডলাইন প্রস্তুত করুন।
বিভিন্ন শিক্ষকের লেখা পড়ুন
সুপরিচিত শিক্ষকদের লেখা থেকে একটি গাইডলাইন প্রস্তুত করুন। পত্রিকা ও ইন্টারনেটের বিশ্বাসযোগ্য সাইটে এসব গাইডলাইন পাবেন। এছাড়া বাজারে অনেকে প্রস্তুতি সম্পর্কে বই লিখছেন সেগুলো নিতে পারেন।
সৃজনশীল অংশ বুঝে পড়ুন
সৃজনশীল অংশ বুঝে পড়ুন। কারণ সৃজনশীল প্রশ্নের উত্তরে ভালো করতে চাইলে মূল টপিক আত্মস্থ করার বিকল্প নেই।
অংকগুলো নিয়মিত করুন
বাণিজ্য শাখার অংকগুলো নিয়মিত করুন। দেখুন কোথায় সমস্যা হচ্ছে।
মডেল টেস্ট দিন এবং শিক্ষকের পরামর্শ নিন
বাণিজ্য শাখার সৃজনশীল অংশে ভালো করার জন্য বাসায় নিয়মিত মডেল টেস্ট দিন। যেখানে দুর্বলতা আছে সেখানে শিক্ষককে জিজ্ঞেস করুন।
ইন্টারনেট, ইউটিউবের সাহায্য নিন
সৃজনশীল অংশে ভালো প্রস্তুতির জন্য ইন্টারনেট ও ইউটিউবের সাহায্য নিন। এতে আত্মবিশ্বাস বাড়বে।
নিয়মিত প্রশ্ন সলভ করুন
বাণিজ্য শাখায় ভালো করার জন্য নিয়মিত প্রশ্ন সলভ করুন।এতে সাহস ও আত্মবিশ্বাস বাড়বে।
বহু নির্বাচনী প্রশ্নের জন্য মূল বই পড়ুন
বাণিজ্য শাখার বহু নির্বাচনী প্রস্তুতির জন্য মূল বইয়ের গুরুত্বপূর্ণ টপিক দাগ দিয়ে পড়ুন।
বহু নির্বাচনী প্রশ্নের মডেল টেস্ট দিন
ইন্টারনেট থেকে বহু নির্বাচনী প্রশ্নের ডামি মডেল টেস্ট উওরসহ লোড করুন। এবং নিয়মিত নিজে নিজে পরীক্ষা দিন। এতে আত্মবিশ্বাস বাড়বে, সেই সাথে সমস্যা বুঝতে পারবেন।
Written by provakar chowdhury.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন