ক্রিকেটে বাংলাদেশের চিরকালের এক বন্ধুদেশ জিম্বাবুয়ে।আর ক্রিকেটের বেশ পরিচিত লড়াই বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার লড়াই। যদিও জিম্বাবুয়ের ক্রিকেটের গতি ইদানিং ভালো যাচ্ছে না । তবে এটুকু স্বীকার করতে হবে একসময় এন্ডি ফ্লাওয়ার,নীল জনসনের মতো তারকা ক্রিকেটার জিম্বাবুয়ে টিমে খেলেছেন। বর্তমান টিমে টেলর,আরভিন প্রমুখ বিখ্যাত ক্রিকেটার রয়েছেন।
কে এগিয়ে বাংলাদেশ না জিম্বাবুয়ে
বাংলাদেশও জিম্বাবুয়ের মুখোমুখি লড়াইয়ে উভয় দলই রেকর্ডের খাতায় কাছাকাছি অবস্থানে রয়েছে। অডিআই রেকর্ডের দিক থেকে বাংলাদেশ এগিয়ে আছে। টিটুয়েন্টি ক্রিকেটে দুদলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ কিছুটা ভালো অবস্থানে রয়েছে। টেষ্টের খাতায় উভয়ের মুখোমুখি লড়াইয়ে জিম্বাবুয়ের একটি জয় বেশি আছে।
টেষ্ট ক্রিকেটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ রেকর্ড
টেষ্ট ক্রিকেটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ রেকর্ড খুবই কাছাকাছি। জিম্বাবুয়ের একটি জয় বেশি রয়েছে।তবে উভয় দলের মুখোমুখি টেষ্ট লড়াই ও শক্তিমত্তার দিক থেকে দুদলই প্রায় কাছাকাছি অবস্থানে রয়েছে।
মোট টেষ্ট ম্যাচ ১৭
বাংলাদেশ ৭ জয়
জিম্বাবুয়ে ৭ জয়
ড্র ৩
অডিআই ক্রিকেটে বাংলাদেশও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ
রেকর্ড
অডিআই ক্রিকেটে বাংলাদেশ এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা দল।গত বিশ্বকাপে বাংলাদেশের রেকর্ড এর প্রমাণ। বাংলাদেশের সাকিব আল হাসান হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। মাশরাফি বিন মুর্তজা অডিআই ক্রিকেটের সেরা বোলারদের অন্যতম। যদিও বর্তমান টিমে এরা নেই তবু বাংলাদেশ এগিয়ে থাকবে।
সবকিছু মিলিয়ে বাংলাদেশ অডিআই ক্রিকেটে জিম্বাবুয়ের চাইতে ঢের শক্তিশালী। মুখোমুখি লড়াইয়েও বাংলাদেশ এগিয়ে রয়েছে।
মোট অডিআইম্যাচ ৭৫
বাংলাদেশ ৪৭ জয়
জিম্বাবুয়ে ২৮ জয়
টিটুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ রেকর্ড
টিটুয়েন্টি ক্রিকেটে উভয়ের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে আছে।তবে শক্তিমত্তার দিক থেকে টিটুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। ব্রেন্ডন টেলর,ক্রেইক আরভিন টিটুয়েন্টি জনপ্রিয় প্লেয়ার।
মোট টিটুয়েন্টিম্যাচ ১১
বাংলাদেশ ৭জয়
জিম্বাবুয়ে ৪জয়
Written by provakar chowdhury.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন