তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি ভালো করে বুঝলে সারাজীবন কাজে লাগবে।এ যুগে উচ্চশিক্ষা, চাকরি ,ব্যবসা সবকিছুতে ভালো করার জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খুব প্রয়োজনীয় বিষয়। এইসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অবশ্যই এক্সট্রা পড়াশোনা করতে হবে। এইসএসসি পরীক্ষা২০২০ এ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে ভালো করার উপায় সম্পর্কে কিছু পরামর্শ দিচ্ছি।
সৃজনশীল প্রশ্ন বুঝে অনুশীলন করুন
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি পরীক্ষা দুই অংশে বিভক্ত। সৃজনশীল ও বহুনির্বাচনী।তবে সৃজনশীল অংশে বেশি নম্বর পাওয়া সম্ভব। এক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন বুঝে পড়ুন।তাতে প্রশ্ন যেমন হোক উওর করতে পারবেন। এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বুঝে পড়লে সারাজীবন সাহায্য করবে।
বোর্ড বইয়ের বিকল্প নেই
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়টির জন্য নির্ধারিত বোর্ড বইয়ের গুরুত্বপূর্ণ টপিক গুলো আয়ত্ত্ব করুন।
বিভিন্ন টপিক শেখার ক্ষেত্রে বোর্ড বইকে প্রাধান্য দিন
পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বোর্ড বইকে প্রাধান্য দিন।অভিজ্ঞ আইসিটি শিক্ষকদের ভাষ্যমতে বোর্ড বইয়ের আলোকে উওর লেখা ভালো। কারণ বোর্ড বই বেশ গবেষণা করে তৈরি করা হয়।
বাস্তব আইসিটি নলেজ কাজে লাগান
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে ভালো করার জন্য বাস্তব জীবনের আইসিটি জ্ঞান কাজে লাগান।তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক দৈনন্দিন অভিজ্ঞতা আরও ঝালাই করুন ।
কোথাও সমস্যা হলে শিক্ষককে বলুন
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে কোন টপিক বুঝতে অসুবিধা হলে আপনার আইসিটি শিক্ষককে জিজ্ঞেস করুন।
অনলাইনকে কাজে লাগান
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে ভালো প্রস্তুতির জন্য অনলাইনের সহায়তা নিন। পছন্দ মত বিশ্বস্ত কোন ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় টপিক লোড করুন।
উপস্থিত বুদ্ধি প্রয়োজন
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে ভালো করার জন্য উপস্থিত বুদ্ধি প্রয়োজন। উপস্থিত বুদ্ধি আপনাকে এগিয়ে রাখবে।
বহু নির্বাচনী প্রশ্ন সতর্ক হয়ে দাগ দিন
আইসিটি পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নের উত্তরে সতর্ক হতে হবে। ভুল দাগ দেয়া যাবে না।
বিশ্বস্ত অনলাইন সাইট থেকে শিখুন
বিশ্বস্ত অনলাইন সাইট থেকে আইসিটি বহু নির্বাচনী প্রশ্নের ডামি মডেল টেষ্ট লোড করুন।
বোর্ড বইয়ের গুরুত্বপূর্ণ টপিক দাগ দিয়ে পড়ুন
আইসিটি বহু নির্বাচনী প্রশ্নে ভালো করার জন্য মূল বোর্ড বইয়ের সম্ভাব্য টপিক দাগ দিয়ে পড়ুন।
নিশ্চিত প্রশ্ন আগে উওর করুন
আইসিটি পরীক্ষায় বহু নির্বাচনী অংশে নিশ্চিত প্রশ্ন অর্থাৎ জানা প্রশ্নের উত্তর আগে করুন।
বাসায় ইন্টারনেট থেকে মডেল টেষ্ট দিন
আইসিটি বিষয়ে বিশ্বস্ত অনলাইন সাইট থেকে মডেল টেস্ট দিন। অবশ্যই বিশ্বস্ত অনলাইন সাইটের সাহায্য নিন।
Written by provakar chowdhury.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন