তারকা প্লেয়ারদের আয় রোজগার জানতে চায় অনেকেই।সেই ডেভিড ব্যাকহাম থেকে লিয়নেল মেসি কিংবা
শচিন টেন্ডুলকার থেকে বিরাট কোহলি প্রত্যেক গ্ৰেট প্লেয়ারের বেতন আয় ইত্যাদি ক্রিড়াবিশ্বের আলোচিত অধ্যায়।সেই ধারাবাহিকতায় বাংলাদেশের ক্রিকেটারদের জনপ্রিয়তা বেড়েছে। সাকিবের মত বিশ্বসেরা অলরাউন্ডার কাটার মাষ্টার মোস্তাফিজ বাংলাদেশের হয়ে খেলেন। বিষয়টি ক্রিড়াবিশ্বের জনপ্রিয় টপিক। আসুন জেনে নেই বাংলাদেশের ক্রিকেটারদের বেতনের হিসেবনিকেশ।
"কে কোন ক্যাটাগরিতে "
বেতনের ক্ষেত্রে ক্রিকেটারদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। যারা নিয়মিত পারফরমার তারা উপরের এ+ক্যাটাগরিতে বেতন পান। এভাবে আরও আছেন এ,বি,রুকি ক্যাটাগরি।
এ+ক্যাটাগরির ক্রিকেটার ও তাদের বেতন
এ+ক্যাটাগরিতে রয়েছেন বেশকজন মূল ক্রিকেটার।এ+ ক্যাটাগরির ক্রিকেটার যথাক্রমে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ।এরা মাসিক ৪লক্ষ টাকা বেতন পান।
এ ক্যাটাগরির ক্রিকেটার ও তাদের বেতন
এ ক্যাটাগরির ক্রিকেটার যথাক্রমে ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।এরা মাসিক ৩ লক্ষ টাকা বেতন পান ।
বি ক্যাটাগরির ক্রিকেটার ও তাদের বেতন
বি ক্যাটাগরির ক্রিকেটার যথাক্রমে মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।এদের মাসিক বেতন ২লক্ষ টাকা।
রুকি ক্যাটাগরির ক্রিকেটার ও তাদের বেতন
রুকি ক্যাটাগরির ক্রিকেটার হলেন আবু হায়দার,আবু জায়েদ, মোঃ সাইফউদ্দিন,নাঈম হাসান, খালেদ আহমেদ। এদের মাসিক বেতন ১ লক্ষ টাকা।
"কোন ম্যাচের ম্যাচ ফি কত"
প্রতি টেষ্ট ম্যাচে প্রত্যেক ক্রিকেটার ম্যাচ ফি পান ৬লক্ষ টাকা।
প্রতি অডিআই ম্যাচে প্রত্যেক ক্রিকেটার ম্যাচ ফি পান ৩ লক্ষ টাকা।
প্রতি টিটুয়েন্টি ম্যাচে প্রত্যেক ক্রিকেটার ম্যাচ ফি পান ২ লক্ষ টাকা।
Written by provakar chowdhury.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন