আমরা কোন রোগে আক্রান্ত হলে চিন্তায় পড়ে যাই কোন ডাক্তার দেখাবো।মাথা ব্যথা হলে মানসিক কারণে হতে পারে আবার নার্ভের সমস্যা থেকে এমনকি অন্য কোন রোগেও এটি হতে পারে। এক্ষেত্রে ডাক্তার নির্বাচন বেশ জটিল কাজ। অন্যান্য দেশে যেকোন রোগে প্রথমে জেনারেল ফিজিশিয়ানের পরামর্শ নিতে হয়। তিনি রোগীর উপযুক্ত বিশেষজ্ঞ নির্ধারণ করেন । তবে আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে এটি মানা হয় না।এসব বিড়ম্বনা থেকে কিছুটা মুক্তি দিতেই নিচে সঠিক ডাক্তার নির্বাচনের উপায় বলে দিচ্ছি।
নেফ্রোলজিষ্ট
সাধারণত কিডনির যেকোন সমস্যার জন্য সঠিক ডাক্তার নেফ্রোলজিষ্ট। প্রস্রাবে সমস্যা,মূএথলির সমস্যা, কিডনির ব্যথা ইত্যাদি রোগে অবশ্যই একজন নেফ্রোলজিষ্ট সঠিক বিশেষজ্ঞ।
ইউরোলজিষ্ট
মূএনালী বা পুরুষ প্রজনন, বন্ধ্যাত্ব ইত্যাদি সমস্যার সঠিক ডাক্তার ইউরোলজিষ্ট।ডার্মাটোলজিস্ট
শরীরের চামড়ার কোন সমস্যা, চুলের সমস্যা, নখের সমস্যা ইত্যাদি ক্ষেত্রে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে।কার্ডিওলজিস্ট
অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, বুকে ব্যথা, শ্বাসকষ্ট,হার্টের অসুখ, কোলেস্টেরল ইত্যাদি সমস্যার সমাধান পেতে যেতে হবে কার্ডিওলজিস্টের কাছে।ইএনটি স্পেশালিষ্ট
নাক,কান ও গলার যেকোন রোগের চিকিৎসার জন্য সঠিক ডাক্তার ইএনটি স্পেশালিষ্ট।অর্থোপেডিক সার্জন
শরীরের যেকোন হাড়ভাঙা,হাড়ের ব্যথার জন্য অর্থোপেডিক সার্জন সঠিক ডাক্তার।তবে কিছু অর্থোপেডিক সার্জন নির্দিষ্ট কিছু স্থানের হাড়ের সমস্যার চিকিৎসা দেন আবার কেউ কেউ শরীরের সব হাড়ের চিকিৎসা ও সার্জারি করে থাকেন।অষ্টিওপ্যাথস
হাড়ের ক্ষয়, হাড় ব্যথা,বাতরোগ ইত্যাদি সমস্যায় অবশ্যই যেতে হবে একজন অষ্টিওপ্যাথসের কাছে।অফথালমলজিষ্ট
চোখের যেকোন সমস্যার জন্য উপযুক্ত বিশেষজ্ঞ ডাক্তার অফথালমলজিষ্ট।পেডিয়াট্রিকস
শিশুদের যেকোন রোগে যেতে হবে পেডিয়াট্রিকসের কাছে।গাইনোকলজিস্ট ও অবষ্টেট্রিশিয়ান
নারীর সন্তান ধারণ ,প্রসব কিংবা প্রজনন সম্পর্কিত সমস্যার সঠিক ডাক্তার গাইনোকলজিস্ট ও অবষ্টেট্রিশিয়ান।সাইকিয়াট্রিস্ট
মানসিক রোগ, বিষন্নতা, মাদকাসক্তি, ফোবিয়া ,মাথা ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যায় সাইকিয়াট্রিস্ট সঠিক ডাক্তার।ডেন্টিস্ট
দাঁত ও মাড়ি এবং মুখের ভেতরে রোগ হলে যেতে হবে ডেন্টিস্টের কাছে। তবে দাঁতের বা মুখের ভেতরে সার্জারির ক্ষেত্রে সুপরিচিত ও অভিজ্ঞ ডেন্টিস্টের কাছে যাবেন।নিউরোলজিস্ট
মাথা ব্যথা,মাথা ঘোরানো, স্ট্রোক, ব্রেইনের সমস্যায় যেতে হবে নিউরোলজিস্টের কাছে।অনকোলজিষ্ট
যেকোন ধরণের ক্যান্সার বা ক্যান্সারের লক্ষণ দেখা গেলে অবশ্যই অনকোলজিষ্ট সঠিক ডাক্তার।Written by provakar chowdhury.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন