WHAT'S NEW?
Loading...

লিয়নেল মেসির রেকর্ডের গল্প

                     
ফুটবলের সুপার বয় লিয়নেল মেসি ৫০০তম গোল করলেন।মেসি সম্পর্কে বড় সত্য হল শুধু বিশ্বকাপ জয় করতে পারেননি আর সব জয় করে ফেলেছেন । অসাধারণ ক্ষিপ্রতা, নিখুঁত প্লেসমেন্ট, দারুণ ড্রিবলিং সবকিছু মিলে মেসি ফুটবলের এক ক্ষণজন্মা সুপার বয়। বিশ্বজুড়ে তার ব্যাপক জনপ্রিয়তার মূলে শৈল্পিক ফুটবল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিড়া ব্যক্তিত্বের তালিকায় তার নামটি বহুআগে লিপিবদ্ধ হয়েছে। এখানে মেসির কিছু অনন্য  রেকর্ডের গল্প বলব।

সর্বাধিক ব্যালন ডি অর জয়ের রেকর্ড


মেসি সর্বাধিক ৪বারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার। তারচেয়ে বেশি ব্যালন ডি অর জয়ী ফুটবলার আর নেই।

ক্লাব ফুটবলে এক মৌসুমে সবোর্চ্চ গোল

লিয়নেল মেসি মানে নতুন কোন রেকর্ড। অপূর্ব ফুটবলের এ কারিগর ক্লাব ফুটবলে এক মৌসুমে সবোর্চ্চ ৭৩গোল করার কৃতিত্ব অর্জন করেন।

বার্সেলোনার ইতিহাসে সবোর্চ্চ গোল


মেসি মানে গোল। কখনও ডিফেন্স ভেঙ্গে গোল করছেন কখনও নিখুঁত ফ্রিকিক বা হেডে গোল করাছেন।মেসি বার্সেলোনার ইতিহাসে সবোর্চ্চ ৩৬৪ গোল করেন।

এলক্লাসিকোর সবোর্চ্চ গোলদাতা


বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মধ্যকার এলক্লাসিকোর সবোর্চ্চ ২১ গোল লিয়নেল মেসির।

এক মৌসুমে ৫০গোলের রেকর্ড


মেসির এক অনন্য অর্জন এক মৌসুমে সবোর্চ্চ ৫০গোল করার কৃতিত্ব। এবং এমন রেকর্ড শুধু মেসির পক্ষে সম্ভব।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড জয়ী গোলদাতা


মেসি ফুটবলের রেকর্ডবুকে নতুন অধ্যায় তৈরি করেছেন।এক বছরে সবোর্চ্চ ৯১ গোল করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখেছেন।

আর্জেন্টিনার হয়ে এক বছরে সবোর্চ্চ গোল


মেসি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসকেও করেছেন সমৃদ্ধ। আর্জেন্টিনার পক্ষে এক বছরে সবোর্চ্চ ১২গোল করার রেকর্ড আছে তার।

 লা লিগায় সর্বাধিক হ্যাটট্রিক


লা লিগায় সর্বাধিক হ্যাটট্রিক মেসির।১১/১২ মৌসুমে লা লিগায় মোট ৮ হ্যাটট্রিক করেন এ ফুটবল জাদুকর। 

লিগে সব দলের বিপক্ষে গোলের কৃতিত্ব


মেসির রেকর্ডের খাতায় প্রতি ম্যাচেই লেখা হয়েছে নতুন কিছু। বার্সেলোনার হয়ে এক লিগে সব দলের বিপক্ষে গোল করে নতুন রেকর্ড গড়েছেন ফুটবলের এ সুপার বয়।

Written by provakar chowdhury.