বাংলাদেশ ক্রিকেটের আঙ্গিনায় মোটামুটি সমীহ জাগানো এক টিম হিসেবে দাঁড়িয়ে গেছে।তাই স্বাভাবিকভাবে কৌতুহল জাগে বাংলাদেশ টিমের বড় কিছু জয়ের খোঁজ নেবার। এবং বাংলাদেশ টিমের বড় জয়ের সংখ্যা বাড়ছে।এ তালিকায় নিরানব্বই বিশ্বকাপে পাকিস্তানের সাথে জয় থেকে গেল বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকার সাথে জয়ের হিসেব আসবে। এছাড়াও বড় স্কোর করেও হারতে হয়েছে বহুম্যাচ। এবং সেসব ম্যাচে কিছু অসাধারণ ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স ছিল। সবকিছুর পর এখানে আমরা খুজবো বাংলাদেশের কিছু বড় ও গুরুত্বপূর্ণ জয়।
১৯৯৯বিশ্বকাপে পাকিস্তানের সাথে জয়:
নিঃসন্দেহেবলা যায় ৯৯বিশ্বকাপে বাংলাদেশের জয় এদেশের ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ দলিল। অসাধারণভাবে ঐ ম্যাচে বাংলাদেশ জিতেছিল।এ জয়ের ফলে এ দেশের ক্রিকেট নতুন এক সম্ভাবনার সন্ধান পায়।সে ম্যাচের স্কোর:
বাংলাদেশ ২২৩, পাকিস্তান ১৬১।পাকিস্তান হেরেছিল ৬২রানে।
২০০৫সালে কার্ডিফে অষ্ট্রেলিয়ার সাথে জয়:
মোঃআশরাফুলের এক অতিমানবীয় ইনিংসের বদৌলতে বাংলাদেশ ২০০৫ এ কার্ডিফে অষ্ট্রেলিয়াকে হারিয়েছিল। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচ হিসেবে বহুদিন এ ম্যাচের কথা মনে থাকবে ক্রিকেটফ্যানদের স্মৃতিরডায়রিতে। স্কোর: অষ্ট্রেলিয়া ২৪৯/৫, বাংলাদেশ ২৫০/৫। ফলে বাংলাদেশ ৫ উইকেটে জয়লাভ করে।২০০৭বিশ্বকাপে ভারতের সাথে জয়:
২০০৭বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে ক্রিকেটামোদীদের বেশ অবাক করে দেয় বাংলাদেশ। তামিম, সাকিব ও মুশফিকের দারুণ ব্যাটিং এ ম্যাচে সবার নজর কাড়ে।সে ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল খুবই কম রানে ভারতকে বেঁধে ফেলা। স্কোর:ভারত১৯১, বাংলাদেশ ১৯২/৫। অর্থাৎ বাংলাদেশ পাঁচ উইকেটে জয় পায়।
২০১৫বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে ১৫রানের জয়:
বাংলাদেশের বড় জয়গুলোর মধ্যে ২০১৫বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে ছয়টি থাকবে। সেদিন অসম্ভব সুন্দর ক্রিকেটের দেখা পেয়েছিল বাংলাদেশের ক্রিকেট। ইংল্যান্ডের সঙ্গে সে ম্যাচের দাপুটে ক্রিকেট ক্রিকেটের ফ্যানদের জন্য সত্যিই এক বিশেষ ঘটনা। স্কোর: বাংলাদেশ ২৭৫/৭, ইংল্যান্ড ২৬০। অর্থাৎ বাংলাদেশ ১৫রানে জয়লাভ করে ।এ ম্যাচে মুশফিকুর রহিম ৮৯রান করেন।২০১৯বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সঙ্গে জয়:
২০১৯বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সঙ্গে দারুণ এক জয় পায় বাংলাদেশ টিমকে।এ ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান ভালো ভাবেই দেয় বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশ অসাধারণ ব্যাটিং উপহার দেয়।স্কোর: বাংলাদেশ ৩৩০/৭, দক্ষিণ আফ্রিকা ৩০৯/৮।ফলে এ ম্যাচে বাংলাদেশ ২১রানের এক ঐতিহাসিক জয় পায় ।Written by provakar chowdhury.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন