ক্রিকেটের পাঠকদের কাছে ক্রিকেটীয় বচনের মূল্য অনেক। বিখ্যাত ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার, ক্রিকেট লেখকদের বিভিন্ন বচন বা উক্তি অনেকের কাছে আলাদা আগ্ৰহের বিষয়। এখানে কিছু বিখ্যাত ক্রিকেটীয় বচন তুলে ধরব।
√এটি বিশ্বকাপ এখানে এক লাফে পঞ্চাশ তলায় উঠার মত সুযোগ নেই। এখানে আপনাকে মাঠে খেলেই উপরে উঠতে হবে। (শচিন টেন্ডুলকার)
√এটি ক্রিকেট এখানে আপনি খুব ছোট কোন ভুলের জন্যও হেরে যেতে পারেন।(স্টিভ ওয়াহ)
√একজন বোলারের বড় গুণ হলো সহজে ব্যাটসম্যানকে প্রলুব্ধ করার ক্ষমতা।(শেন ওয়ার্ন)
√ক্রিকেট আমার কাছে সহজ একটি খেলা। ক্রিকেটকে সহজভাবে দেখুন খেলাটি উপভোগ করতে পারবেন।(শেন ওয়ার্ন)
√শেন ওয়ার্নের কাছে ব্যালেন্স ডায়েট হচ্ছে সবাই মিলে চিজবারগার খাওয়া।(ইয়ান হিলি)
√কোন দলই এক বা দুজনের ওপর নির্ভর করে মাঠে নামেনা, পুরো দল নিয়ে জেতার জন্য নামে।(বিরাট কোহলি)
√ক্রিকেট সম্পূর্ণ ১১জনের খেলা।এক বা দুজনের খেলা নয়।(গৌতম গম্ভীর)
√ক্রিকেটে উওেজনা বেড়েছে।এখন আপনাকে শুধু ফিল্ডিং নিয়ে ভাবলে চলবে না, ব্যাটসম্যানের মাইন্ডসেটও বুঝতে হবে।(এমএস ধোনি)
√ভালো ক্রিকেটার কখনও হাল ছেড়ে দেয়না।সে নিজের কাজটি ঠিকঠাক মত করে যায়।(এন্থনি টি হিংকস)
√ক্রিকেটে এমন বোদ্ধার অভাব নেই যারা মূহূর্তে আপনাকে বাতিলের খাতায় ফেলে দিতে পারবে।(ইয়ান বোথাম)
√একদিনের ক্রিকেট অনেকটা প্রদর্শনীর মত। টেষ্ট ক্রিকেট একটি পরীক্ষা।(হেনরি ব্লুফিল্ড।
√ক্রিকেট এখন নিশ্চিতভাবে একটি পেশাদার খেলায় পরিণত হয়েছে।(গ্লেন ম্যাকগ্রা)
√ক্রিকেট একদিকে যুদ্ধ ও কাজ অন্যদিকে খেলা ও শিল্প।(ডগলাশ জারডিন)
√একদিনের ক্রিকেট অনেকটা ফাষ্ট ফুডের মত কেউ নিজে এর আয়োজন করতে চায় না।(ভিভ রিচার্ডস)
√ক্রিকেট একটি চাপের খেলা এবং ভারত-পাকিস্তান ম্যাচে তা দ্বিগুণ হয়ে যায়।(ইমরান খান)
√শচিনের মত তিন মিটার চওড়া ব্যাট নিয়ে যখন কেউ মাঠে নামে তখন ক্রিকেট সত্যিই এক কঠিন যুদ্ধে পরিণত হয়।(মাইকেল হাসি)
√একজন পারফেক্ট ব্যাটসম্যানকে তার স্টোক খেলা দেখে চেনা যায়।(নেভিল কারডাস)
√দ্রাবিড় চাইলে আমার মত আটাকিং ক্রিকেট খেলতে পারবে তবে আমি চাইলেই তার মত খেলতে পারবনা।(ক্রিস গেইল)
√টিটুয়েন্টি ক্রিকেটে ক্লাসের কদর নেই।(অর্জুনা রানাতুঙ্গা)
√তুমি জিমি এন্ডারসনকে একটি নারকেল দাও সে সুয়িং করাতে পারবে।(মাইকেল হোল্ডিং)
√ভালো ব্যাটিংয়ের প্রথম শর্ত হল নিজের ব্যাটকে ঠিকভাবে ব্যবহার করা।(ফাফ ডু প্লেসিস)
Written by provakar chowdhury.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন