WHAT'S NEW?
Loading...

রেকর্ডের হিসেবে টেষ্ট ক্রিকেটের সেরা ব্যাটসম্যান


               
ক্রিকেটে সবকিছুর পর ব্যাটসম্যানদের স্থান আলাদা। এ খেলার সৌন্দর্যের সাথে ব্যাটসম্যানদের নাম জড়িয়ে আছে।সেই গাভাস্কার থেকে চেতেশ্বর পূজারা, স্টিভেন স্মিথ যুগের টেষ্ট ক্রিকেটের মূল সৌন্দর্য ব্যাটসম্যানরাই।তবে এখন হয়তো টেষ্টে ব্যাটিংয়ের গতি এবং রানরেট বেড়েছে।শট খেলার প্রবণতা বেড়েছে। বাণিজ্যিক ক্রিকেটের যুগে দর্শকদের চাওয়া পরিবর্তন হয়েছে।এখন সবাই টেষ্টের রেজাল্ট দেখতে চায়। এখানে রেকর্ডের হিসেবে টেষ্ট ক্রিকেটের কিছু সেরা ব্যাটসম্যানের গল্প হবে।

শচিন টেন্ডুলকার:

রেকর্ডের হিসেবে এখনও টেষ্ট ক্রিকেটের সেরা ব্যাটসম্যান লিটল মাষ্টার শচিন টেন্ডুলকার। অসাধারণ ধারাবাহিকতার জন্য বিখ্যাত শচিনের টেষ্ট রেকর্ড ঈর্ষণীয়। এবং বিশ্বের প্রায় সব ধরনের উইকেটে সফল টেষ্ট ব্যাটসম্যান বলা হয় তাকে।টেষ্ট  ক্রিকেটে শচিনের সেঞ্চুরি সংখ্যা ৫১ এবং মোটরান১৫৯২১ ।কব্জির জোর ও নিখুঁত টাইমিং মিলে শচিন টেষ্ট ক্রিকেটের এক কিংবদন্তি  ব্যাটসম্যান ছিলেন। যদিও শচিনের ট্রিপল সেঞ্চুরি নেই কিন্তু নিয়মিত রান করার এক অদ্ভুত ক্ষমতা ছিল তার।

জ্যাক ক্যালিস:

দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিসের টেষ্ট ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। বোলিংয়ের সাথে টেষ্টে নিয়মিত রান করার ক্ষেত্রে ক্যালিস সফল এক নাম। স্টাইলিশ এ প্রোটিয়া অলরাউন্ডার রেকর্ডের হিসেবে টেষ্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। তিনি টেষ্ট ক্রিকেটে ৪৫সেঞ্চুরির সাথে ১৩২৮৯রান করেন।

রিকি পন্টিং:

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অয়ানডাউন ব্যাটসম্যান বলা হয় তাকে। পন্টিং টেষ্ট ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান। দারুণ টাইমিং ও নিখুঁত শটের জন্য পন্টিং টেষ্ট ক্রিকেটের এক সফল নাম।৪১সেঞ্চুরির সাথে ১৩৩৭৮রানের দারুণ এক টেষ্ট ক্যারিয়ার রয়েছে রিকি পন্টিংয়ের।

কুমার সাঙ্গাকারা:

শ্রীলঙ্কার সর্বকালের সেরা এ উইকেটরক্ষক ব্যাটসম্যান টেষ্ট ক্রিকেটে রেকর্ডের হিসেবে এক বিশেষ নাম। বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি ব্যাটসম্যান সাঙ্গাকারা বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। তিনিও নিখুঁত শট খেলায় পারদর্শী ছিলেন। সাঙ্গাকারা টেষ্ট ক্রিকেটে ৩৮সেঞ্চুরির সাথে ১৩৪০০রান করেন।

রাহুল দ্রাবিড়:

টেষ্ট ক্রিকেটে বিরলপ্রজ ব্যাটসম্যান বলা হয় তাকে। অসীম ধৈর্য ও নিখুঁত টাইমিং মিলে দ্রাবিড় টেষ্ট ক্রিকেটের সফল এক লিজেন্ড।সব ভালো ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের ক্রিকেট দর্শন ফলো করতে চায়। দ্রাবিড় টেষ্ট ক্রিকেটে ৩৬সেঞ্চুরির সাথে ১৩২৮৮রান করেন।

ব্রায়ান লারা:

ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা টেষ্ট ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত। অসাধারণ স্ট্যামিনার অধিকারী লারার টেষ্ট ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড রয়েছে। দারুণ প্রতিভাবান এ ব্যাটসম্যান ৩৪ টেষ্ট সেঞ্চুরির মালিক। টেষ্টে সবোর্চ্চ ৪০০রানের ইনিংস রয়েছে তার। স্টাইলিশ এ বাঁহাতি ব্যাটসম্যান টেষ্টে অদ্বিতীয়  হিসেবে স্বীকৃত।

Written by provakar chowdhury.